চলতি মাসে পেশ হতে যাওয়া বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন করদাতাদের বেশ কয়েকটি ক্ষেত্রে স্বস্তি দিতে পারেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, সেগুলির মধ্যে একটি করদাতাদের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
আগামী ২৩ জুলাই, ২০২৪ সংসদে সকাল ১১টায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।পূর্ণাঙ্গ বাজেট নিয়ে আগ্রহ সব মহলেই। সূত্রের খবর, সেভিংস অ্যাকাউন্টে ব্যাংক থেকে অর্জিত সুদের ওপর কর সংক্রান্ত উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার।
ইকোনমিকস টাইমস – এর একটি রিপোর্ট অনুসারে, সেভিংস অ্যাকাউন্টের সুদ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আয়ের উপর বাজেটে কর ছাড়ের সুবিধা দেওয়া হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের মন্তব্য উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে, সরকারের কাছে এ বিষয়ে একটি প্রস্তাব এসেছে, যা মূল্যায়ন করা হচ্ছে। প্রস্তাবে বলা হয়েছে, সরকারকে সেভিংস অ্যাকাউন্টের সুদের আয়ের ওপর কর-ছাড়ের পরিমাণ বাড়াতে হবে।
গত সপ্তাহে ব্যাংকগুলোর কর্মকর্তাদের সঙ্গে অর্থ মন্ত্রকের আধিকারিকদের বৈঠক হয়। বৈঠকে ব্যাংকগুলো সেভিংস অ্যাকাউন্টের সুদ থেকে অর্জিত আয়ের ওপর কর সুবিধা বাড়ানোর জন্য অর্থকের কর্মকর্তাদের কাছে একটি প্রস্তাব পেশ করে। সরকারি কর্মকর্তারা বলছেন, ব্যাংকগুলোর প্রস্তাব এখনও পর্যন্ত পর্যালোচনাধীন রয়েছে। সম্ভবত বাজেটে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হতে পারে।
সত্যিই যদি এ বারের বাজেটে এই সুবিধা দেওয়া হয়, তাহলে সাধারণ করদাতা এবং ব্যাংক, উভয়েই উপকৃত হতে পারে। আজ, প্রায় সব করদাতারই কোনো না কোনো ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট আছে। ব্যাঙ্কগুলি সেভিংস অ্যাকাউন্টে রাখা অর্থের উপর সুদ আকারে আমানতকারীদের রিটার্ন দেয়। সেভিংস অ্যাকাউন্টে সুদের হার তুলনামূলকভাবে কম, কিন্তু বর্ধিত কর সুবিধা করদাতাদের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে উৎসাহিত করতে পারে। এটি ব্যাংকগুলির জন্য একটি ইতিবাচক কৌশল হতে পারে। কারণ তারা আমানতের আকারে আরও বেশি অর্থ সংগ্রহ করতে পারবে।
বলে রাখা ভালো, বর্তমান আয়কর আইনের অধীনে, করদাতারা সেভিংস অ্যাকাউন্ট থেকে সুদ বাবদ আয় সীমিত ছাড় পাওয়া যায়। আয়কর আইনের ধারা ৮০টিটিএ – এর অধীনে, ১০ হাজার টাকা পর্যন্ত এই ধরনের আয় কোনো ব্যক্তির প্রদেয় কর থেকে অব্যাহতি পায়। ৬৯ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য কর ছাড়ের এই সীমা ৫০ হাজার টাকা, যার মধ্যে ধারা ৮০ টিটিবি-এর অধীনে ফিক্সড ডিপোজিট -এর সুদের আয়ও অন্তর্ভুক্ত। কর ছাড়ের এই সুবিধাগুলি পুরানো কর ব্যবস্থার অধীনে পাওয়া যায়।
নতুন কর ব্যবস্থার অধীনে, করদাতারা বর্তমানে সেভিংস অ্যাকাউন্টের সুদের উপর কর ছাড় পাবেন না। তবে, পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকা করদাতারাও নতুন কর ব্যবস্থায় কিছু সুবিধা পেতে পারেন। তাদের জন্য, সিঙ্গল অ্যাকাউন্টে ৩,৫০০ টাকা পর্যন্ত এবং জয়েন্ট অ্যাকাউন্টে ৭,০০০ টাকা পর্যন্ত সুদ বাবদ আয় কর থেকে অব্যাহতিপ্রাপ্ত।