ক্যান্সার ও বিরল রোগে আক্রান্ত রোগীদের জন্য বড় স্বস্তি ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার সংসদে বাজেট উপস্থাপনের সময় তিনি জানান, ৩৬টি জীবনরক্ষাকারী ওষুধের উপর থেকে সম্পূর্ণ মূল শুল্ক (Basic Customs Duty) প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি, আরও ৬টি জীবনরক্ষাকারী ওষুধের জন্য শুল্কহার ৫% করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, “ক্যান্সার ও বিরল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক বোঝা কমাতে আমরা ৩৬টি জীবনরক্ষাকারী ওষুধের শুল্ক সম্পূর্ণ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” বাজেট ২০২৫-এ আরও ঘোষণা করা হয়েছে যে, দেশে ২০০টি নতুন ক্যান্সার ডে কেয়ার সেন্টার খোলা হবে।
গত বছর বাজেট ২০২৪-এ তিনটি অতিরিক্ত ক্যান্সারের ওষুধের উপর শুল্ক ছাড় দিয়েছিল সরকার। নতুন এই সিদ্ধান্ত গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার খরচ অনেকটাই কমাবে।
ভারতে ক্যান্সারের প্রকোপ দিন দিন বাড়ছে। ন্যাশনাল সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল (NCDC)-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশে নতুন ক্যান্সার আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১৪,৬১,৪২৭, এবং প্রতি ১ লাখ জনসংখ্যার মধ্যে ক্যান্সারের প্রকোপ ছিল ১০০.৪। অনুমান করা হচ্ছে, ভারতের প্রতি ৯ জনের মধ্যে ১ জন জীবনের কোনো এক পর্যায়ে ক্যান্সারে আক্রান্ত হবেন।
একইভাবে, ভারতের প্রায় ৭ কোটি মানুষ বিরল রোগে আক্রান্ত বলে জানিয়েছে আইসিএমআর।
ভারতে জীবনরক্ষাকারী ওষুধের শুল্ক ছাড় প্রসঙ্গে ইন্ডিয়ান ড্রাগ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-এর সচিব দারা প্যাটেল বলেছেন, “এটি একটি যথাযথ পদক্ষেপ। এই সিদ্ধান্ত লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা সহজ করবে এবং রোগী-কেন্দ্রিক উদ্যোগকে সমর্থন করবে।”