বাণিজ্যিক সারোগেসি বন্ধ করতে বিলে অনুমোদন কেন্দ্রের

0

বাণিজ্যিক সারোগেসি রুখতে বুধবার ‘সারোগেসি (নিয়ন্ত্রণ) বিল  ২০১৬’-য় অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যাদের প্রকৃতই সারোগেট সন্তান প্রয়োজন, তাদের অধিকার সুরক্ষিত করাই এই বিলের অন্যতম লক্ষ্য বলে মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশনে পেশ করা হবে এই বিল।  

এই বিল অনুযায়ী কেবলমাত্র বিবাহিত দম্পতিরাই সারোগেট সন্তান নিতে পারবেন। সেই দম্পতির বিবাহিত জীবন হতে হবে অন্তত পাঁচ বছর এবং চিকিৎসকদের যথাযথ সার্টিফিকেট থাকতে হবে। কোনও অবিবাহিত  মহিলা-পুরুষ, সিঙ্গল  পেরেন্ট, লিভ-ইন পার্টনার ও সমকামী দম্পতিকে সারোগেট সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হবে না।

মন্ত্রিসভার অনুমোদনের পর, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, অনাবাসী ভারতীয়রা এই সুবিধা পাবেন না। যাদের ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ান কার্ড  আছে অনুমতি দেওয়া হবে না তাঁদেরও ।

যারা আইন ভাঙবেন তাঁদের ১০ বছর পর্যন্ত জেল এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

যে সব দম্পতির সন্তান আছে বা সন্তান দত্তক নিয়েছেন তাঁরা এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন না।

অন্তত একটি সুস্থ সন্তান জন্ম দিয়েছেন, এমন মহিলাই সারোগেট মা হতে পারবেন। তবে সেটাও মাত্র একবারই।

যে দম্পতি সন্তান চাইছেন, তাদের কোনও ‘ঘনিষ্ঠ আত্মীয়’-ই কেবলমাত্র এই পরিষেবা দিতে পারবেন।

ভারতে প্রায় ২০০০ সারোগেসি ক্লিনিক রয়েছে। বাণিজ্যিক সারোগেসির কেন্দ্রে পরিণত হয়েছে এই দেশ। তাই বাণিজ্যিক সারোগেসি আটকানোর জন্য এই বিল অত্যন্ত জরুরি পদক্ষেপ বলে এদিন মন্তব্য করেন বিদেশমন্ত্রী। 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন