লখিমপুর খেরির ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে খুনের ধারা এনে এফআইআর দায়ের করল পুলিশ

0

লখনউ: লখিমপুর খেরির ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে খুনের ধারা এনে এফআইআর দায়ের করেছে উত্তরপুলিশ পুলিশ। এফআইআরে অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের নামও করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের কনভয়ের সামনে কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছিলেন কৃষকরা। অভিযোগ, সেই সময় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রর গাড়ি তাদের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। ফলে চার জন প্রাণ হারান বলে কৃষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ঘটনার পর ক্ষুব্ধ কৃষকরা মন্ত্রীর ছেলের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাতে চার জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হয়েছে। ওই চার জনের মধ্যে তিন জন তাদের দলের কর্মী বলে বিজেপি জানিয়েছে। ঘটনার জেরে রাজ্যের নানা জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটে।

লখিমপুর খেরির ঘটনায় সব মিলিয়ে আট জনের মৃত্যুর খবর স্বীকার করেছে উত্তরপ্রদেশ পুলিশের সদর দফতর। তারা জানিয়েছে, যে আট জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে চার জন বিক্ষোভরত কৃষক ও বাকি চার জন ওই গাড়ির আরোহী।   

এই ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম) তিনটি দাবি জানিয়েছে। এ কথা জানান দর্শন পাল। দাবি তিনটি হল –

এক, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে অজয় কুমার মিশ্রকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।

দুই, তাঁর ছেলে এবং আর যে সব ‘গুণ্ডা’কে তিনি সঙ্গে এনেছিলেন তাদের বিরুদ্ধে ৩০২ ধারায় এফআইআর দায়ের করতে হবে।

তিন, সুপ্রিম কোর্টের কোনো কর্মরত বিচারপতিকে দিয়ে ঘটনার তদন্ত করাতে হবে।

লখিমপুর খেরির ঘটনায় যাঁরা নিহত হয়েছেন তাঁদের নাম জানিয়েছে সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম)। এঁরা হলেন লাভপ্রীত সিং (২০), নচত্তর সিং (৬০), দলজিৎ সিং (৩৫) এবং গুরবিন্দর সিং (১৯)।

উল্লেখযোগ্য আরও কিছু খবর পড়তে পারেন

লখিমপুর খেরিতে যাওয়ার পথে রবিবার রাতে আটকানো হল প্রিয়ঙ্কা গান্ধীকে

উত্তরপ্রদেশে কৃষক-হত্যার ঘটনায় দেশ জুড়ে ধিক্কার, ঘটনার নিন্দায় বিরোধীরা ঐক্যবদ্ধ, ঘটনাস্থলে যাচ্ছেন অনেকেই

উত্তরপ্রদেশে কৃষকদের বিক্ষোভে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়, হত ৪, পরবর্তী হিংসাত্মক ঘটনায় হত ৪

অদ্ভুত কাণ্ড! রক্তদান শিবিরেই দলবদল বিজেপি নেতার

ভারী বৃষ্টি বন্ধ হওয়ার জের, পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির সামগ্রিক উন্নতি

বিজ্ঞাপন