সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অর্থনীতিবিদ উর্জিৎ প্যাটেলকেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে নিয়োগ করা হল। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশের শীর্ষ ব্যাঙ্কের ২৪তম গভর্নর হিসাবে বর্তমান গভর্নর রঘুরাম রাজনের থেকে দায়িত্বভার বুঝে নেবেন তিনি।
উর্জিৎ প্যাটেল বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গর্ভনর দায়িত্বে আছেন। ৫২ বছর বয়সি প্যাটেল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেছেন। শীর্ষ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসাবে দায়িত্ব নেওয়ার আগে তিনি বস্টন কন্সালটিং গ্রুপের উপদেষ্টা ছিলেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।