দেহরাদুন: উত্তরাখণ্ড বিধানসভা ভোটের ক’দিন আগে আরও এক নাটকীয় কাণ্ড। শুক্রবার কংগ্রেসে যোগ দিলেন বহিষ্কৃত বিজেপি নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী হরক সিংহ রাওয়ত।
রাজ্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছিল রাওয়তকে। শুধু তাই নয়, ছ’বছরের জন্য তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করেছিল বিজেপি।
এ দিন কংগ্রেসে যোগ দিয়ে শাসক দল বিজেপি-কে কটাক্ষ করে রাওয়ত বলেন, “১০ মার্চের ফলাফলে যখন কংগ্রেস পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে, তখন সেটাই হবে আমার ক্ষমাপ্রার্থনা। বিজেপি আমাকে ব্যবহার করে ছুড়ে ফেলে দেবে ভেবেছিল। আমি তাদের প্রতি অত্যন্ত বিরক্ত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আমার বন্ধুত্ব শেষ সীমা পর্যন্ত ছিন্ন করব, ঠিক যেমনটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম”।
গত বুধবার নয়াদিল্লিতে শীর্ষস্থানীয় কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন রাওয়ত। নিজের প্রভাবে কংগ্রেসের জন্য অন্তত ১০টি আসনে জয় নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। তবে রাওয়তের কংগ্রেসে যোগদান নিয়ে দলের ভিতরে দ্বিমত দেখা দেয়। একটা অংশ তীব্র বিরোধিতা করে রাওয়তের অন্তর্ভুক্তির। যদিও এ দিনের ঘটনায় সে সবের স্থায়ী প্রভাব পড়ল না বলেই স্পষ্ট।
২০১৬ সালে হরিশ রাওয়তের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে সংখ্যালঘুতে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রাক্তন মন্ত্রী। ওই বছরই তিনি কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি রাজ্যপালকে চিঠি লিখে মন্ত্রীসভা থেকে রাওয়াতকে অপসারণের কথা জানান। রাওয়তের বিরুদ্ধে বড়োসড়ো অভিযোগ তুলেছিল বিজেপির একাংশ। তিনি না কি নিজের আত্মীয়দের বিধানসভা ভোটের টিকিট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এই অভিযোগেই তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি।
উল্লেখ্য, একটি মাত্র দফায় উত্তরাখণ্ডের ভোটগ্রহণ আগামী ১৪ ফেব্রুয়ারি, ভোটগণনা ১০ মার্চ।
আরও পড়তে পারেন:
মিজোরামে ৫.৬ মাত্রার ভূমিকম্প, মৃদু কম্পন উত্তরবঙ্গেও
বিচারপতির চেম্বার থেকে উদ্ধার সাপ, বম্বে হাইকোর্টে চাঞ্চল্য
তিন মাসের মধ্যেই খুলে যাবে টালা ব্রিজ, পরিদর্শনের পর জানালেন পূর্তমন্ত্রী
খোলা মদের দোকান, পানশালা! স্কুল খোলার প্রশ্নে রাজ্য সরকারকে বিঁধলেন শুভেন্দু অধিকারী
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।