শনিবার সকালে বারাণসী রেলস্টেশনের পার্কিং এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল যাত্রী এবং রেলকর্মীদের মধ্যে। আগুনে পুড়ে গিয়েছে ২০০-র বেশি চার চাকার গাড়ি এবং মোটরবাইক। কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
রেল এবং পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্টেশনের পার্কিং এলাকায় প্রথমে আগুন দেখতে পান কয়েকজন। বিষয়টি আরপিএফ কর্মীদের নজরে আসতেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্কিংয়ে রাখা একের পর এক গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।
দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। রেলকর্মীদের মোটরবাইক এবং বেশ কয়েকটি চার চাকার গাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
শর্টসার্কিট থেকে আগুন
প্রাথমিক তদন্তে জানা গেছে, শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নির্ধারণ করা না গেলেও, তা বেশ বড় অঙ্কের হবে। শর্টসার্কিটের কারণ কী, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
वाराणसी कैंट रेलवे स्टेशन के दो पहिया वाहन स्टैंड में शॉर्ट सर्किट से लगी आग 200 से ज्यादा गाड़ियां जलकर हुई खाक#Varanasi pic.twitter.com/MOISmA5gqV
— Dr Raghawendra Mishra (@RaghwendraMedia) November 30, 2024
অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর না থাকলেও যাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী এবং আরপিএফ যৌথভাবে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
তদন্ত চলছে
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ বিশদে তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে শর্টসার্কিটের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।