varavara rao
বাড়িতে ফিরেই নাতনির সঙ্গে রাও। ছবি: এএনআই টুইটার

হায়দরাবাদ: “আগে থেকেই বলছি মিথ্যে অভিযোগে আমাদের ফাঁসানো হচ্ছে। আইনের ওপরে পূর্ণ আস্থা রয়েছে।” বৃহস্পতিবার হায়দরাবাদে নিজের বাসভবনে ফিরে এই কথাই বললেন সমাজকর্মী ভরভরা রাও।

বুধবার ধৃত সমাজকর্মীদের কিছুটা স্বস্তি দেয় সুপ্রিম কোর্ট। জানিয়ে দেয় ৫ সেপ্টেম্বর পর্যন্ত ধৃতদের গৃহবন্দি করা ছাড়া আর কিছু করতে পারবে না পুলিশ। সেই নির্দেশমতো এ দিন সকালে নিজের বাসভবনে ফেরেন রাও।

এ দিন সকালে বিমানবন্দরে নেমেই এক প্রস্থ সাংবাদিকদের মুখোমুখি হন রাও। সেখানে তিনি বলেন, “ফাসিস্ত নীতির বিরুদ্ধে লড়াই কখনও ষড়যন্ত্র হতে পারে না।” বাড়িতে পৌঁছোতেই দাদুকে জড়িয়ে ধরেন রাওয়ের নাতনি উদয়া। রাওয়ের স্ত্রী হেমলতা বলেন, “মেয়ে আর জামাই ছাড়া বাইরের কাউকেই বাড়িতে ঢুকতে দিচ্ছে না পুলিশ।”

আরও পড়ুন বাংলাদেশ যা আজ ভাবে, ভারত ভাবে কাল! গ্রেফতারি প্রসঙ্গে তীব্র কটাক্ষ তসলিমার

রাওকে হায়দরাবাদে ফেরানোর পাশাপাশি ভার্নন গঞ্জালভেস এবং অরুণ ফেরেরাকে পুনেতে ফেরানো হয়েছে। অন্য দিকে ফরিদাবাদ এবং দিল্লিতে নিজেদের বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে সুধা ভরদ্বাজ এবং গৌতম নভলকাকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন