প্রত্যাশামতোই চিদম্বরমের প্রস্তাবের বিরোধিতায় বেঙ্কাইয়া

0

খবর অনলাইন: যা ভাবা গিয়েছিল তা-ই। পি চিদম্বরমের কাশ্মীর-প্রস্তাব বিজেপি যে ভালো ভাবে নেবে না, তা বলাই বাহুল্য। বৃহস্পতিবার দল তার মনের কথা খোলসা করে দিল। চিদম্বরমের প্রস্তাবকে সস্তা রাজনীতি আখ্যা দিল বিজেপি। তারা বলেছে, এর ফলে দেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করা হবে। মোদী সরকার কোনও রকম আপস না করে দেশের ঐক্য ও সংহতি রক্ষা করবে।

কাশ্মীরকে যতটা সম্ভব স্বায়ত্তশাসন দিয়ে সেখানকার সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এটা করা না হলে দেশকে অনেক মূল্য চোকাতে হবে।

এরই প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এম বেঙ্কাইয়া নায়ডু বৃহস্পতিবার বলেন, ক্ষমতা হারানোর পর কংগ্রেসের প্রবীণ নেতার এখন জ্ঞান হয়েছে। নেহরুজি থেকে সনিয়াজির সরকার কী করেছিল এখন তা বলে বেড়াচ্ছেন। “এ সব সস্তা রাজনীতি ছাড়া আর কিছুই নয়। এতে ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করা হবে।”

চিদম্বরমের প্রস্তাবকে আপত্তিকর আখ্যা দিয়ে বেঙ্কাইয়া বলেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ ধরনের প্রস্তাব আশা করা যায় না।  

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন