দিল্লির এইমস হাসপাতাল থেকে ছাড়া পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। হৃদযন্ত্রজনিত সমস্যার কারণে তিনি ৯ মার্চ হাসপাতালে ভর্তি হন। এইমস-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, ধনখড় চিকিৎসায় ভালো সাড়া দিয়েছেন এবং তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।
এইমস-এর বিবৃতিতে বলা হয়েছে, “এইমস-এর বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে প্রয়োজনীয় চিকিৎসার পর তিনি আশানুরূপ সুস্থ হয়ে উঠেছেন এবং ১২ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।” চিকিৎসকরা তাঁকে আগামী কয়েকদিন পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, ৭৩ বছর বয়সি ধনখড় বুকে ব্যথা ও অসুস্থতা অনুভব করায় ৯ মার্চ এইমস-এর কার্ডিয়াক বিভাগে ভর্তি হয়েছিলেন। তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসপাতালে যান। পরে এক্স (আগের টুইটার)-এর পোস্টে মোদী লেখেন, “এইমস-এ গিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়জির স্বাস্থ্যের খোঁজ নিলাম। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”
জগদীপ ধনখড় ২০২২ সালের ১১ আগস্ট ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫১ সালের ১৮ জুলাই রাজস্থানের হনুমানগড় জেলার কালিবঙ্গায় জন্মগ্রহণকারী ধনখড় বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত। উপরাষ্ট্রপতি হওয়ার আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন তিনি। একজন অভিজ্ঞ আইনজীবী ও সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া, তিনি একাধিকবার সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।