Homeখবরদেশদিল্লি এইমস থেকে ছাড়া পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

দিল্লি এইমস থেকে ছাড়া পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

প্রকাশিত

দিল্লির এইমস হাসপাতাল থেকে ছাড়া পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। হৃদযন্ত্রজনিত সমস্যার কারণে তিনি ৯ মার্চ হাসপাতালে ভর্তি হন। এইমস-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, ধনখড় চিকিৎসায় ভালো সাড়া দিয়েছেন এবং তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এইমস-এর বিবৃতিতে বলা হয়েছে, “এইমস-এর বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে প্রয়োজনীয় চিকিৎসার পর তিনি আশানুরূপ সুস্থ হয়ে উঠেছেন এবং ১২ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।” চিকিৎসকরা তাঁকে আগামী কয়েকদিন পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, ৭৩ বছর বয়সি ধনখড় বুকে ব্যথা ও অসুস্থতা অনুভব করায় ৯ মার্চ এইমস-এর কার্ডিয়াক বিভাগে ভর্তি হয়েছিলেন। তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসপাতালে যান। পরে এক্স (আগের টুইটার)-এর পোস্টে মোদী লেখেন, “এইমস-এ গিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়জির স্বাস্থ্যের খোঁজ নিলাম। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”

জগদীপ ধনখড় ২০২২ সালের ১১ আগস্ট ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫১ সালের ১৮ জুলাই রাজস্থানের হনুমানগড় জেলার কালিবঙ্গায় জন্মগ্রহণকারী ধনখড় বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত। উপরাষ্ট্রপতি হওয়ার আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন তিনি। একজন অভিজ্ঞ আইনজীবী ও সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া, তিনি একাধিকবার সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাম্প্রতিকতম

ইলন মাস্কের ‘গ্রক’ ভারতে বিতর্কের ঝড় তুলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই নিরপেক্ষ?

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট 'গ্রক' ভারতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। রাজনৈতিক প্রসঙ্গ ও অকপট উত্তরের কারণে এটি প্রশ্নের মুখে। এআই কি সত্যিই নিরপেক্ষ?

সুস্বাদু ও স্বাস্থ্যকর! দুশ্চিন্তা, খাই খাই ভাব কমায় পেস্তাবাদাম

পেস্তাবাদাম শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যকরও! এটি হার্টের বন্ধু, ক্যানসার প্রতিরোধে সহায়ক ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। জেনে নিন পেস্তার অসাধারণ উপকারিতা।

হাওড়ার বেলগাছিয়ায় ধস: পাইপলাইন সংস্কার নাকি ভাগাড়ের মিথেন গ্যাস? কী বলছেন বিশেষজ্ঞরা?

হাওড়ার বেলগাছিয়ায় ধসের কারণ কী? পাইপলাইন সংস্কারের গাফিলতি নাকি ভাগাড়ে জমে থাকা মিথেন গ্যাস? বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক তরজায় তোলপাড় হাওড়া।

দক্ষিণবঙ্গে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা

আজ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও কাল থেকে আবহাওয়া উন্নতি হবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তবে আপাতত তীব্র গরমের আশঙ্কা নেই।

আরও পড়ুন

বিচারপতির বাসভবনে নগদ অর্থ, প্রথমবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল সুপ্রিম কোর্ট, তদন্ত কমিটি গঠন

দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবনে উদ্ধার হওয়া নগদ অর্থ নিয়ে সুপ্রিম কোর্ট তদন্ত কমিটি গঠন করেছে। বিচারপতির বদলির সুপারিশের পাশাপাশি, তাকে আপাতত বিচারিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চিনের নতুন প্রশাসনিক জেলা ঘোষণা, লাদাখের অংশ অন্তর্ভুক্ত— কড়া প্রতিবাদ ভারতের

চিনের দুটি নতুন প্রশাসনিক জেলা ঘোষণা নিয়ে কড়া প্রতিবাদ জানালো ভারত। লাদাখের অংশ অন্তর্ভুক্ত করায় কূটনৈতিকভাবে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ঐতিহাসিক দিন’, আসন পুনর্বিন্যাস নিয়ে যৌথ বৈঠকে বললেন স্ট্যালিন, গরহাজির তৃণমূল

লোকসভা আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে চেন্নাইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি থাকলেন না।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে