গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

0

বেশ কিছু বিজেপি বিধায়কের আশা ছিল, আনন্দীবেন প্যাটেলের শূন্যস্থান পূর্ণ করবেন অমিত শাহ। কিন্তু তা হল না। উত্তর প্রদেশ ও পঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে তেমন সিদ্ধান্তের দিকে গেল না বিজেপি। শুক্রবার বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন বিজয় রুপানি। পাশাপাশি রাজ্যে প্যাটেল সম্প্রদায়ের গুরুত্বের কথা মাথায় রেখে উপ মুখ্যমন্ত্রী করা হয়েছে নীতিন প্যাটেলকে।

রুপানি এবং প্যাটেল দুজনেই গুজরাট মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন এবং সামনের সারিতে ছিলেন মুখ্যমন্ত্রীর দৌড়ে। রুপানি এই মুহূর্তে গুজরাটের বিজেপি রাজ্য সভাপতিও।

সোমবার পদত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল। রাজ্যের সাম্প্রতিক দলিত বিক্ষোভ এবং সংরক্ষণের দাবিতে পাতিদারদের আন্দোলনের জেরেই তাঁকে পদত্যাগ করতে হয় বলে রাজনৈতিক মহলের অনুমান। এদিনের পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন আনন্দীবেন।

২০১৭ সালের ডিসেম্বরে গুজরাটে বিধানসভা নির্বাচন।  

 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন