Homeখবরদেশ‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট

‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট

প্রকাশিত

হরিয়ানার জুলানা আসন থেকে জয়ী হলেন কংগ্রেসের প্রার্থী এবং প্রাক্তন কুস্তিগীর বিনেশ ফোগাট। এই জয়ের পর তাঁর প্রথম প্রতিক্রিয়া, ‘সত্যের জয় হয়েছে।’ অন্যদিকে, হরিয়ানার বিধানসভায় ক্ষমতাসীন বিজেপি সংখ্যাগরিষ্ঠতার চৌকাঠ পার করে ৫০টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস ৩৫টি আসনে এগিয়ে রয়েছে বলে নির্বাচন কমিশনের সাম্প্রতিক প্রবণতা বলছে।

এই নির্বাচনের মাধ্যমে বিজেপি এক্সিট পোলের ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণিত করে হরিয়ানায় তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছে। কংগ্রেসের প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও, ৩০ বছর বয়সী বিনেশ ফোগাট তার আত্মবিশ্বাস ধরে রেখেছিলেন এবং তিনি বলেন, “আসুন অপেক্ষা করি। যখন ফলাফল চূড়ান্ত হবে, কংগ্রেস সরকার গঠন করবে।”

অলিম্পিক থেকে হতাশ হয়ে ফিরে আসার পর বিনেশ ফোগাট ৬,০০০ ভোটের ব্যবধানে বিজেপির ক্যাপ্টেন যোগেশ বৈরাগী ও আম আদমি পার্টির কুস্তিগীর কবিতা দলালকে পরাজিত করেন। গত বছর বিজেপির সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংহের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। গত ৬ সেপ্টেম্বর কংগ্রেসে যোগ দেওয়ার পর তাকে প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

জয়ের পর বিনেশ বলেন, “আমি একটি নতুন ইনিংস শুরু করতে যাচ্ছি। আমি চাই যে খেলোয়াড়দের আর আমাদের মতো পরিস্থিতির সম্মুখীন না হতে হয়।” তিনি আরও বলেন, “কঠিন সময়ে বোঝা যায় কে পাশে দাঁড়ায়। বিজেপি ছাড়া প্রতিটি দল আমাদের সমর্থন করেছে এবং আমাদের কষ্টের সময় আমাদের পাশে ছিল।”

এই নির্বাচনের ফলাফল ভবিষ্যতে অনুষ্ঠিত হতে যাওয়া অন্যান্য রাজ্যের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

আরও পড়ুন

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

দিল্লির বাতাস মানে সাতটি সিগারেট প্রতিদিন! সাবেক এমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, AQI) আবার ‘অতিমাত্রায় বিপজ্জনক’...