নয়াদিল্লি: ২৬ জানুয়ারি, ৭৩তম সাধারণতন্ত্র দিবসে নয়াদিল্লিতে কোন গান উপস্থাপন করতে চলেছেন ভারতীয় নৌবাহিনীর সদস্যরা? রবিবার তারই একটা ঝলক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে সরকারি ভাবে। মহড়া ভিডিয়োর শুরুতেই স্পষ্ট, চমকে দেওয়া বলিউডি গান পেশ করতে চলেছেন তাঁরা।
সরকারের নাগরিক প্ল্যাটফর্ম MyGovIndia-র টুইটার হ্যান্ডলে প্রকাশ করা হয়েছে ওই ভিডিও। নয়াদিল্লির বিজয় চকে মহড়ার সময় বলিউডের গানে মুগ্ধ হতে দেখা গিয়েছে ভারতীয় নৌবাহিনীর সদস্যদের৷
ভিডিয়োয় দেখা যাচ্ছে, ইউনিফর্ম পরিহিত, রাইফেল হাতে নৌবাহিনীর সদস্যরা ‘দুনিয়া মে লোগো কো’-র ছন্দে এগিয়ে যাচ্ছেন। ‘অপনা দেশ’ ছবিতে আরডি বর্মন এবং আশা ভোঁসলের গাওয়া এই গানের সুর শেষের দিকে মিশে যাচ্ছে ‘মনিকা ও মাই ডার্লিং’-এ।
২.২৫ মিনিটের ভিডিয়োটি কিছুক্ষণের মধ্যেই হু হু করে ভিউ পেয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, “কী অসাধারণ দৃশ্য! এই ভিডিয়োটি অবশ্যই আপনাকে মুগ্ধ করবে! আপনি কি আমাদের সঙ্গে ৭৩তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের জন্য প্রস্তুত? এখনই রেজিস্ট্রেশন করুন এবং আজই আপনার ই-সিট বুক করুন”!
সেনা সূত্রে জানা গিয়েছে, এটা ছিল নৌবাহিনীর সদস্যদের মহড়া। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানেও এই সুর উপস্থাপন করবেন তাঁরা। অনুষ্ঠানের প্রথম দিকেই এটা উপস্থাপন করা হবে। সাধারণত, তরুণদের জন্যই এই প্রচেষ্টা। তবে এটি কোনো অফিসিয়াল প্যারেডের অংশ হবে না, শুধুমাত্র একটা ওয়ার্ম-আপ হিসাবে ব্যবহৃত হবে।
আরও পড়তে পারেন:
ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু ভারতে, মানল কেন্দ্র
বিবেক দ্যুতিতে উদ্ভাসিত সুভাষচন্দ্র: প্রকাশিত হচ্ছে নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীতে
নেতাজি: তখন-এখন মূল্যায়ন শূন্য
নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন সম্পর্কিত ১০টি চমকপ্রদ বিষয় জেনে নিন