ওয়েবডেস্ক: কে বলে শাস্তিস্বরূপ কারাবাসের জীবন যন্ত্রণাময়?
সম্প্রতি উত্তরপ্রদেশের রায়বরেলির একটি জেলে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক বন্দি নিজের মোবাইল থেকেই কোনো একজন মদ আনার নির্দেশ দিচ্ছে। তার আশেপাশে ছড়িয়ে রয়েছে বন্দুক-গুলি। আবার ওই বন্দি মোবাইলে কোনো এক জনের কাছ থেকে তোলা চেয়ে হুমকি ফোনও করছে।
এমন ভিডিও প্রকাশ্যে আসার পর জেলে আগ্নেয়াস্ত্র এবং মদ প্রবেশ রোখার দায়িত্বে অবহেলার কারমে ৬ জেলকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।
এই ভিডিও প্রকাশ্যে আসার পরই উত্তরপ্রদেশের বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তুলোধনা করছেন। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব বলেছেন, এ রাজ্যের রামরাজ্য হল আসলে জেল। তিনি বলেন, যোগী ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর শাসনকালে অপরাধীরা হয় রাজ্য ছাড়বে, নয় জেলে থাকবে। এখন দেখা যাচ্ছে, অপরাধীরা রাজ্য তো ছাড়েইনি উল্টে জেলে বসেই তারা বহাল তবিয়তে নিজের অপরাধ চালিয়ে যাচ্ছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।