Volcano erupts in Indonesia

ওয়েবডেস্ক: গত সপ্তাহের শুক্রবার ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপের পালু শহরে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির জেরে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৪০০। এখনও পুরো মাত্রায় চলছে উদ্ধারকাজ। এরই মধ্যে বুধবার ওই একই শহরে জেগে উঠল একটি আগ্নেয়গিরি।

বুধবার স্থানীয় সময় সকাল ৮টা বেজে ৪৭ মিনিট নাগাদ জেগে ওঠে দীর্ঘদিন ধরে ঘুমিয়ে থাকা সোপুতান পাহাড়ের ওই আগ্নেয়গিরিটি৷ ভূমিকম্প ও সুনামির কবলে পড়া পালু থেকে প্রায় ছ’শো কিলোমিটার দূরে অবস্থিত হলেও এটির অবস্থান সুলায়েসি দ্বীপেই৷ যে কারণে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে প্রাকৃতিক বিপর্যয় দুর্গত মানুষের মধ্যে৷ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তীব্রতা এতটাই ছিল যে, সমতল থেকে ১৯,৭০০ ফুট উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়ে উদ্গত ছাই। এর পরই দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে ছুটে গিয়েছেন সে দেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা৷

পড়তে পারেন: মেডিক্যালে অগ্নিকাণ্ডের জেরে হুড়োহুড়িতে রোগী মৃত্যুর অভিযোগ

যদিও অগ্ন্যুৎপাতের কারণ এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই আগ্নেয়গিরিটি নিষ্ক্রিয় অবস্থায় ছিল। কিন্তু আচমকা সেটি জেগে ওঠার কারণ সাম্প্রতিক ভূমিকম্প কি না, সেটাই ভাবাচ্ছে বিজ্ঞানীদের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন