manali rain bus
ভেসে যাচ্ছে ট্রাকও। ছবি: এএনআই

মানালি: নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার যুগলবন্দীতে গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে হিমাচল প্রদেশে। মাত্রাতিরিক্ত ভাবে ফুলেফেপে উঠেছে বিপাশা নদী। রবিবার এই বিপাশা নদীই গিলে ফেলল আস্ত একটা বড়ো ভলভো বাসকে। প্রকাশ্যে এসেছে ঘটনাটির ভিডিও।

প্রবল বৃষ্টির ফলে বিপাশা নদীর জলস্তর এতটাই বেড়ে যায় যে কিছু জায়গায় চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক ছুঁয়ে ফেলে তার জল। মানালির কাছে বিপাশার ধারে অবস্থিত ভলভো বাসস্ট্যান্ডে দাড়িয়ে ছিল বাসটি। ভাগ্যক্রমে সেই বাসে কেউ ছিলেন না।

ভিডিওয় দেখা যাচ্ছে বিপাশার জল ধীরে ধীরে নিজের কাছে টেনে নিচ্ছে বাসটিকে। একটু পরেই গোটা বাসটা পড়ে গিয়ে ভেসে গেল নদীতে।

শেষ বর্ষার এই বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ি রাজ্যটি। রেকর্ড ভাঙা বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। প্রবল বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পড়শি পঞ্জাবেও। তবে আগামী ২৪ ঘণ্টা পর থেকে আবহাওয়া ক্রমশ উন্নতি করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন