ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধনী’ (Special Intensive Revision বা SIR) নিয়ে রাজনৈতিক বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। কমিশনের এক বিজ্ঞাপন স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, কোনও বৈধ ভারতীয় নাগরিক যদি ভোটার তালিকায় নিজের নাম রাখার জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র না-ও দেখাতে পারেন, তবু তাঁর নাম সরাসরি তালিকা থেকে কাটা হবে না। স্থানীয় তদন্তে যদি প্রমাণ হয়, সংশ্লিষ্ট ব্যক্তি বৈধ ভোটার, তবে তাঁর নাম তালিকায় রাখা হবে।
বর্তমানে বিহারে চলছে এই বিশেষ সংশোধনী প্রক্রিয়া। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অযোগ্য বা অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ছেঁটে ফেলার লক্ষ্যেই এই অভিযান। তবে বিরোধীদের আশঙ্কা, এতে বড় সংখ্যক দরিদ্র, প্রান্তিক নাগরিক তাঁদের ভোটাধিকার হারাতে পারেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোট ১১টি নথিকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে জন্ম শংসাপত্র, পাসপোর্ট, সরকারি পরিচয়পত্র, বনপালের সার্টিফিকেট, জমির দলিল প্রভৃতি। কিন্তু বহু প্রান্তিক মানুষের কাছে এই নথিগুলোর কোনওটিই নেই। এই পরিস্থিতিতে আশঙ্কা দেখা দেয়, তাঁদের নাম ভোটার তালিকা থেকে মুছে যেতে পারে।
এই পরিস্থিতিতে কমিশনের আশ্বাস খানিক স্বস্তি দিয়েছে বৈধ অথচ নথিহীন ভোটারদের। কমিশনের দাবি, সংশ্লিষ্ট রেজিস্ট্রার অফিসার স্থানীয় স্তরে তদন্ত করে যদি সন্তুষ্ট হন যে ব্যক্তি ভারতীয় নাগরিক, তাহলে তাঁর নাম কাটা হবে না।
তবে বিরোধী দলগুলির আশঙ্কা, এই ব্যবস্থার মাধ্যমে শুরু হতে পারে দুর্নীতি, পক্ষপাতিত্ব এবং স্বজনপোষণ।