Homeখবরদেশভোটার তালিকা সংশোধনে বড় পদক্ষেপ কমিশনের! নথি না থাকলেও বাদ যাবে না...

ভোটার তালিকা সংশোধনে বড় পদক্ষেপ কমিশনের! নথি না থাকলেও বাদ যাবে না বৈধ ভোটার

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধনী’ (Special Intensive Revision বা SIR) নিয়ে রাজনৈতিক বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। কমিশনের এক বিজ্ঞাপন স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, কোনও বৈধ ভারতীয় নাগরিক যদি ভোটার তালিকায় নিজের নাম রাখার জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র না-ও দেখাতে পারেন, তবু তাঁর নাম সরাসরি তালিকা থেকে কাটা হবে না। স্থানীয় তদন্তে যদি প্রমাণ হয়, সংশ্লিষ্ট ব্যক্তি বৈধ ভোটার, তবে তাঁর নাম তালিকায় রাখা হবে।

বর্তমানে বিহারে চলছে এই বিশেষ সংশোধনী প্রক্রিয়া। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অযোগ্য বা অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ছেঁটে ফেলার লক্ষ্যেই এই অভিযান। তবে বিরোধীদের আশঙ্কা, এতে বড় সংখ্যক দরিদ্র, প্রান্তিক নাগরিক তাঁদের ভোটাধিকার হারাতে পারেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোট ১১টি নথিকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে জন্ম শংসাপত্র, পাসপোর্ট, সরকারি পরিচয়পত্র, বনপালের সার্টিফিকেট, জমির দলিল প্রভৃতি। কিন্তু বহু প্রান্তিক মানুষের কাছে এই নথিগুলোর কোনওটিই নেই। এই পরিস্থিতিতে আশঙ্কা দেখা দেয়, তাঁদের নাম ভোটার তালিকা থেকে মুছে যেতে পারে।

এই পরিস্থিতিতে কমিশনের আশ্বাস খানিক স্বস্তি দিয়েছে বৈধ অথচ নথিহীন ভোটারদের। কমিশনের দাবি, সংশ্লিষ্ট রেজিস্ট্রার অফিসার স্থানীয় স্তরে তদন্ত করে যদি সন্তুষ্ট হন যে ব্যক্তি ভারতীয় নাগরিক, তাহলে তাঁর নাম কাটা হবে না।

তবে বিরোধী দলগুলির আশঙ্কা, এই ব্যবস্থার মাধ্যমে শুরু হতে পারে দুর্নীতি, পক্ষপাতিত্ব এবং স্বজনপোষণ।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রকাশ্যে এল ককপিট কথোপকথন। পাইলটদের মধ্যে জ্বালানি বন্ধ নিয়ে উত্তপ্ত প্রশ্নোত্তর। তদন্ত রিপোর্টে নেই পাখির ধাক্কার প্রমাণ।

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।