এ বার ভোট দিতে যাওয়ার আগেই ভোটারা তাঁদের মোবাইল ফোনে এসএমএস-এর সাহায্যে জানতে পারবেন যাবতীয় তথ্য। জানতে পারবেন ভোট দেওয়ার তারিখ, ভোটার তালিকায় কোন পার্টে কত নম্বরে রয়েছে তাঁর নাম। এসএমএস-এ থাকবে কোন ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে যেতে হবে এবং ভোটদাতার বাড়ি থেকে ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার পথনির্দেশও। এ ছাড়াও পাওয়া যাবে প্রয়োজনীয় সব তথ্য। এমনই সব ব্যবস্থা করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তা জানান, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মোবাইল ফোন নম্বর এবং ই-মেল আইডি জোগাড় করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে।
নির্বাচন কমিশনের বেশ কিছু পদক্ষেপের ফলে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের শেষের দিকটা অনেকাটাই শান্তিতে সম্পন্ন হয়েছে বলে অভিমত অনেক ভোটদাতারই। নির্বাচন কমিশন তার ভোটার-বান্ধব ব্যবস্থার নিরিখে সেই সুনামের পারদ আরও এক ধাপ বাড়াতে পারবে বলে আশা করা যাচ্ছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।