খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার বিকেলে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রচারপর্ব। শনিবার চলবে সপ্তম তথা শেষ দফার ভোট। এ দিন ৭টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৯টি কেন্দ্র রয়েছে। একই সঙ্গে এ দিন ওড়িশা বিধানসভা নির্বাচনের চতুর্থ তথা শেষ দফায় বাকি ৪২টি আসনে ভোট নেওয়া হবে। ভোট শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। ভোট গণনা হবে ৪ জুন।
এ দিন যাঁদের ভাগ্য নির্ধারিত হবে তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। তিনি বারাণসী কেন্দ্র থেকে লড়ছেন। এ ছাড়াও রয়েছেন অনুরাগ ঠাকুর (হামিরপুর, হিমাচল প্রদেশ), রবি কিষান (গোরখপুর, উত্তর প্রদেশ) এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডায়মন্ড হারবার, পশ্চিমবঙ্গ)।
পশ্চিমবঙ্গের যে ৯ কেন্দ্রে ভোট নেওয়া হবে সেগুলি হল দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর।
শনিবার লোকসভার যে ৫৭টি আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ (১৩), ওড়িশা (৬), ঝাড়খণ্ড (৩), পশ্চিমবঙ্গ (৯), পাঞ্জাব (১৩), বিহার (৮), হিমাচল প্রদেশ (৪) এবং কেন্দ্রশাসিত চণ্ডীগড়।
গত ১৯ এপ্রিল অষ্টাদশ লোকসভা নির্বাচনের সাত দফার ভোটগ্রহণপর্ব শুরু হয়। প্রথম দফায় ১০২টি আসনে ভোট নেওয়া হয়েছিল। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট নেওয়া হয় ৮৯টি আসনে। ৭ মে তৃতীয় দফায় ৯৪টি আসনে ভোট নেওয়া হয়। গত সোমবার ১৩ মে চতুর্থ দফায় ভোট নেওয়া হয় ৯৬টি আসনে। পরের সোমবার ২০ মে পঞ্চম দফায় ভোট নেওয়া হয় ৪৯টি আসনে। গত শনিবার ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ৫৮টি আসনে ভোট নেওয়া হয়।
আরও পড়ুন
‘অর্থনীতিতে অবিশ্বাস্য অস্থিরতা!’ খোলা চিঠিতে মোদী সরকারকে তুলোধনা মনমোহনের
শেষ দফা ভোটের আগেই আবার সিএএ শংসাপত্র দেবে কেন্দ্র, এবার তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ