দ্রুত পঞ্জাব, হরিয়ানায় যেতে চান, দিল্লিতে দাঁড়িয়ে স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

0

নয়াদিল্লি: উত্তর ভারতে তাঁর দলের শক্তি বাড়ানোই যে লক্ষ্য, রাজধানীতে দাঁড়িয়ে তা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কীর্তি আজাদ এবং অশোক তানওয়ার তৃণমূলে যোগ দেওয়ার পরই মমতা জানালেন, তিনি দ্রুত পঞ্জাব এবং হরিয়ানা যেতে চান তিনি।

এ দিন মমতা বলেন,‘‘হরিয়ানা-পঞ্জাব এখান থেকে খুব বেশি দূরে নয়। আপনারা যত দ্রত বলবেন, তত দ্রুতই হরিয়ানা-পঞ্জাবে আমি যাব।’’ বাইরে দাঁড়ানো জনতার উদ্দেশে তাঁর বক্তব্য, ‘‘আপনাদের অনেক ধন্যবাদ এত কষ্ট করে এখানে এসেছেন বলে।”

উল্লেখ্য, চার দিনের সফরে দিল্লিতে একাধিক কর্মসূচি রয়েছে মমতার। তাঁর উপস্থিতি মঙ্গলবার তৃণমূলে যোগ দিয়েছেন রাজনৈতিক জগতের পরিচিত মুখ। অন্যদিকে কবি তথা সুরকার জাভেদ আখতারের সঙ্গেও বৈঠক হয়েছে মমতা। এই বৈঠক অনেক রকম জল্পনাই তৈরি করেছে।

তবে এখনও রাজনৈতিক কারবারিরা তাকিয়ে মমতার সঙ্গে মোদীর বৈঠকের দিকে। বিএসএফ-এর ক্ষমতাবৃদ্ধি-সহ রাজ্যের বকেয়া নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে।

আরও পড়তে পারেন:

কীর্তি আজাদের পর তৃণমূলে আরেক প্রাক্তন কংগ্রেস সাংসদ, কড়া প্রতিক্রিয়া অধীররঞ্জন চৌধুরীর

ত্রিপুরায় পিছোচ্ছে না পুরভোট, তৃণমূলের আরজি খারিজ সুপ্রিম কোর্টে

তৃণমূলে যোগ দিলেন কীর্তি আজাদ

কলকাতা পুরভোটে ‘রেড ভলেন্টিয়ার্স’-দের প্রার্থী করতে চায় সিপিএম

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ডেজিইউ সাংসদ পবন বর্মা

আরও বাড়ছে মোবাইলের খরচ, এয়ারটেলের পর প্রিপেড প্ল্যানে দর বৃদ্ধি ভোডাফোনের

বিজ্ঞাপন