যাত্রীদের খাবার নিয়ে অসন্তোষের কারণে প্রায়শই বিতর্কে জড়ায় ভারতীয় রেলওয়ে। কখনও কখনও গুণমান সমস্যা হয়ে ওঠে এবং কখনও সবার বাসি খাবারে তীব্র সমালোচনায় পড়ে। তবে এ বার তেমন কিছু নয়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার)- এ শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, বন্দে ভারত এক্সপ্রেসে ওয়েটারের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছেন একজন বয়স্ক যাত্রী। অভিযোগ, রেলের কর্মীরা ভুলবশত সেই যাত্রীকে আমিষ খাবার পরিবেশন করেছিলেন, যিনি সম্ভবত একজন নিরামিষাশী ছিলেন।
ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ যাত্রী ওয়েটারকে দুবার চড় মারেন বলে অভিযোগ। বর্ণনা অনুযায়ী, গত ২৬ জুলাই ট্রেনটি হাওড়া থেকে রাঁচি যাওয়ার সময় ঘটনাটি ঘটে। একজন সহযাত্রী হয়তো লাইভ ফুটেজ রেকর্ড করেছেন। সেই ফুটেজই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
পোস্টদাতা লিখেছেন, “বন্দে ভারত ভুলবশত একজন বৃদ্ধকে আমিষ খাবার পরিবেশন করা হয়েছিল। সেভাবে খতিয়ে না দেখে ওই খাবার খেয়ে নেন ওই যাত্রী। কিন্তু নিরামিষভোজী হওয়ায়, সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পেরেছিলেন যে এটি আমিষের মতো স্বাদযুক্ত, তাই তিনি রেগে গিয়ে ওয়েটারকে দুবার কষিয়ে চড় মেরেছিলেন”।
ভিডিওতে ওয়েটারকে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে দেখা গেছে। সহযাত্রীরাও বিষয়টিতে হস্তক্ষেপ করে ওয়েটারকে সমর্থন করেন। এমনকি একজন যাত্রী বৃদ্ধকে পিছন থেকে আটকান এবং ওয়েটারের কাছে ক্ষমা চান।
এ ক্ষেত্রে অবশ্য সোশ্যাল মিডিয়ায় ওয়েটারের পক্ষেই পাল্লা ভারী। শারীরিক মারধরের তীব্র বিরোধিতা করেছেন অনেকেই। এক ব্যক্তি লেখেন, “আপনি আইন নিজের হাতে নিতে পারবেন না। কারণ সে (ওয়েটার) হয়তো নিজের অবস্থানের কারণে আপনার গায়ে হাত তুলতে পারছে না।”