নয়াদিল্লি: মাঝে বৃষ্টিতে সাময়িক স্বস্তি। এ বার নিজের ‘রূপ’ দেখাতে শুরু করেছে গরম। বিশেষ করে দিনের তাপমাত্রা বাড়ছে। রবিবার (৯ মার্চ) ছিল চলতি মরশুমের উষ্ণতম দিন। চলতি সপ্তাহে তাপমাত্রা দ্রুত বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আগামী ৩-৫ দিনের মধ্যে দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। রবিবার এমনটাই জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।
আইএমডি জানিয়েছে, এই সময়ের মধ্যে উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিম হিমালয় অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক থাকবে। আগামী পাঁচ দিনের মধ্যে কেরলে বিচ্ছিন্ন ভাবে বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে ঝড়ো হাওয়া-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।
আবহাওয়া বিভাগের মতে, সোমবার তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল-এ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, বিদর্ভ, ওড়িশা এবং ঝাড়খণ্ডেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এ দিকে আলিপুর আবহাওয়া দফতর সতর্কতা জারি করে বলেছে, ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপু-সহ একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। এ ছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কমবে বৃষ্টির সম্ভাবনা। অন্য দিকে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলার কোনো জেলাতেই।
আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। সোমবার কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।