নয়াদিল্লি : ভবানীপুরে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস, নিশ্চিত করলেন প্রদেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
মঙ্গলবার বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, ‘‘ভবানীপুর আসনে আসন্ন উপনির্বাচনে কংগ্রেস কোন প্রার্থী দেবে না। কোনও প্রচারও করবে না।’’
সোমবার তাঁরই উপস্থিতিতে বিধানভবনে প্রদেশ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিলেন বামেদের সমর্থনে ভবানীপুরে লড়বে কংগ্রেস। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ভার দেওয়া হয়েছিল কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে। সূত্রে জানা গিয়েছে, এআইসিসি রাজ্যে নেতৃত্বের দেওয়া প্রস্তাব খারিজ করে দিয়েছে।
জল্পনা ছড়িয়ে ছিল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই সম্ভবনা উড়িয়ে দিয়েছেন।
এর আগেও অধীর চৌধুরী ইঙ্গিত দিয়েছিলেন ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী দেবে না কংগ্রেস। তাই নিয়ে বিস্তর আলোচনা-চর্চা হয়েছিল। মঙ্গলবার তাতেই সিলমোহর দিল এআইসিসি।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য প্রতিবেদন পড়তে পারেন এখানে:
আফগানিস্তানে নয়া সরকার ঘোষণা করল তালিবান, প্রধানমন্ত্রী আখুন্দ, সহযোগী বরাদর
কাবুলে পাকিস্তান-বিরোধী বিক্ষোভে মহিলারা, থামাতে গুলি চালাল তালিবান
২৯ মাইলে ফের ধস, কালিম্পং-সিকিমগামী যান চলাচল ব্যাহত
‘আইন সবার জন্য সমান’ বলেছিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী, দু’দিন পরেই গ্রেফতার করা হল তাঁর বাবাকে
শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ মামলায় নয়া মোড়! বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য