নয়াদিল্লি: জল্পনাই সত্যি হল!
লোকসভায় কংগ্রেসের নেতা হিসাবে মনোনীত হলে বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। মঙ্গলবার দুপুরে কংগ্রেসের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হল।
লোকসভা ভোটের ফল প্রকাশ হয় গত ২২ মে। তার পর গত ২৯ মে প্রধানমন্ত্রীপদে দ্বিতীয়বার শপথ নেন নরেন্দ্র মোদী। কিন্তু কংগ্রেসের তরফে লোকসভার নেতা নির্বাচন প্রক্রিয়া এগোচ্ছিল শম্বুকগতিতে। মাঝে শোনা যায়, কেরলের ওয়েনাড় থেকে নির্বাচিত কংগ্রেস সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীকেই বেছে নেওয়া হতে পরে নেতা হিসাবে। তবে এ দিন সেই ধোঁয়াশা সম্পূর্ণ ভাবে কাটিয়ে দিল জাতীয় কংগ্রেস।
প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকে বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে জিতে আসছেন অধীরবাবু। এ বারের লোকসভা ভোটেও তাতে কোনো ব্যতিক্রম ঘটেনি। এক সময়ে তাঁর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বর্তমানে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে তিনি ৮০ হাজারের বেশি ভোটে পরাজিত করেন।
[ অন্য নাগরিকের টাকায় চিকিৎসকদের নিরাপত্তা দিতে পারি না: সুপ্রিম কোর্ট ]
স্বাভাবিক ভাবে লোকসভায় কংগ্রেসের নেতা হিসাবে তাঁর নাম ভেসে উঠছিল কয়েক দিন ধরেই। অন্য দিকে উঠে এসেছিল কেরলের কংগ্রেস সভাপতি কে সুরেশ এবং কংগ্রেস মুখপাত্র মণীষ তিওয়ারির নামও। শেষমেশ এই গুরুদায়িত্ব বর্তাল অধীরবাবুর ‘চওড়া’ কাঁধেই।