ওয়েবডেস্ক: সরকারের খুব কাছের লোক বলেই পরিচিত। তবুও যোগগুরু রামদেব জানিয়ে দিলেন রাহুল গান্ধীর সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর।
এবিপি সংস্থা আয়োজিত একটি অনুষ্ঠানে এই কথা বলেন রামদেব। তাঁর কথায়, “সনিয়া এবং রাহুল গান্ধী প্রতিদিন যোগা করেন। রাহুলের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক।” তবে এর আগেও রাহুলের প্রশংসা করেছিলেন রামদেব। ২০১৫-এর মে’তে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েছে বিজেপির কয়েকজন নেতার একরোখা মনোভাবের তুলোধোনা করে রাহুলের প্রশংসা করেছিলেন রামদেব। বলেছিলেন, শুধুমাত্র রাহুলের জন্যই দাঁড়িয়ে রয়েছে কংগ্রেস দলটি।
তবে রাহুলের প্রশংসা করতে গিয়ে মোদীরও যথেষ্ট প্রশংসা করেন রামদেব। তিনি বলেন, “কালো টাকা যে ক্ষতি আমাদের করে দিয়ে গেছে সেই ক্ষতি পূরণ করার চেষ্টা করে যাচ্ছেন মোদী।”
উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে সপ্তাহ দুয়েক আগেই সেখান থেকে ফুড পার্ক সরিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা করেছিল রামদেবের পতঞ্জলি। তারই মধ্যে রাহুলের এই প্রশংসা কিছু অন্য ইঙ্গিত বহন করে কী না সেটাই দেখার।