ওয়েবডেস্ক: ২০২০-র দোরগড়ায় দাঁড়িয়ে সময়। নতুন বছর থেকে দিন কয়েক দূরে দাঁড়িয়ে গুগল প্রকাশ করেছে, ‘ইয়ার ইন সার্চ ২০১৯’ তালিকা। এক নজরে দেখা নেওয়া যাক, ‘কাকে বলে’ বিভাগে কোন বিষয়গুলিকে সব থেকে বেশি বার খোঁজা হয়েছে?
১. অনুচ্ছেদ ৩৭০ কী?
২. বুথফেরত সমীক্ষা কাকে বলে?
৩. কৃষ্ণগহ্বর কী?
৪. হাউডি মোদী কী?
৫. ই-সিগারেট কী?
৬. ক্রিকেটে ডিএলস পদ্ধতি কী?
৭. অযোধ্যা মামলা কী?
৮. অনুচ্ছেদ ১৫ কী?
৯. সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে?
১০. ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স অব ইন্ডিয়া কী?
তবে সার্বিক ভাবে খোঁজের তালিকায় প্রথম ১০-এ রয়েছে:
১. ক্রিকেট বিশ্বকাপ
২. লোকসভা নির্বাচন
৩. চন্দ্রযান ২
৪. কবির সিং
৫. অ্যাভেঞ্জার্স: এন্ডগেম
৬. অনুচ্ছেদ ৩৭০
৭. NEET ফলাফল
৮. জোকার
৯. ক্যাপ্টেন মার্ভেল
১০. প্রধানমন্ত্রী কিষাণ যোজনা
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।