swachch bharat aviyan bisrampur
সেই মুহূর্ত। ছবি: ইউটিউব থেকে

ওয়েবডেস্ক: সবাই রেডি হওয়ার আগেই চলতে শুরু করে দিল ক্যামেরা। ফলে সেই ক্যামেরায় ধরা পড়ে গেল স্বচ্ছ ভারত অভিযানের নামে ঘটে যাওয়া এক অদ্ভুত কাণ্ড!

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ছত্তীসগঢ়ের বিশ্রামপুরে রেল স্টেশন পরিষ্কার করতে এসেছেন কয়েক জন। কিন্তু ভিডিওয় দেখা যাচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মে ঝাড়ু চালানোর আগেই ময়লার বালতি থেকে সমস্ত ময়লা ফেলা হচ্ছে প্ল্যাটফর্মে। তার পর সেগুলির ওপর দিয়ে ঝাড়ু চালিয়ে দেওয়া হয়েছে। দেখে নিন ভিডিওয়।

জানা গিয়েছে, এই কাণ্ডটি করেছেন ছত্তীসগঢ়ের সাউথ-ইস্ট কোলফিল্ডের কর্মীরা। তবে এটি প্রকাশ্যে আসার পরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।