সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বা নিট-ইউজি প্রশ্নফাঁসের ঘটনায় উঠে এসেছে সঞ্জীব মুখিয়া ওরফে লুটার নাম। তদন্তকারীদের আতশকাচের তলায় তাঁর গ্যাং! একটি মহলের মতে, নিট প্রশ্নফাঁসের পিছনে মূল হোতা হিসাবে সন্দেঙ করা হচ্ছে তাঁকে। কে এই সঞ্জীব মুখিয়া ওরফে লুটা।
গত ৪ জুন নিট-ইউজি ফলাফল ঘোষণা হয়। তার আগে থেকেই প্রশ্নফাঁসের অভিযোগে শোরগোল পড়েছিল। আর ফলাফল প্রকাশের পর নম্বর কারচুপি সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করে। নিট কেলেঙ্কারি গোটা দেশকে চমকে দিয়েছে। এনটিএ পরিচালিত এই সর্বভারতীয় পরীক্ষায় যে এত রকমের দুর্নীতি জড়িয়ে রয়েছে, তা ভেবেই অবাক অনেকে। তদন্ত শুরু হওয়ার পর নিত্যনতুন তথ্য প্রকাশ্যে আসছে। একই ভাবে সামনে এসেছে সঞ্জীব মুখিয়ার নাম।
সঞ্জীব মুখিয়া কে?
১. যতদূর জানা গিয়েছে, এই সঞ্জীব মুখিয়া লুটা নামে পরিচিত।
২. সঞ্জীব মুখিয়া বিহারের নুরসরাইয়ের হর্টিকালচার কলেজের কর্মী।
৩. বিহার পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা (ইএইউ) এবং পটনা পুলিশ নিটকাণ্ডে সঞ্জীব এবং তাঁর ছেলে ডা. শিব কুমার ওরফে বিট্টুর ভূমিকা খতিয়ে দেখছে।
৪. সঞ্জীব মুখিয়ার বাড়ি নালন্দা জেলার নাগারনৌসা গ্রামে। সেই বাড়িতে হানা দেয় তদন্তকারী দল। কিন্তু সেসময় বাড়িতে ছিলেন না তিনি।
৫. সঞ্জীব মুখিয়ার ছেলেকে অন্য একটি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত বছর গ্রেফতার করা হয়েছিল সঞ্জীব মুখিয়াকে।
৬. ২০১৭ সালে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত ছিলেন সঞ্জীব ও তাঁর ছেলে।
৭. এ বারের নিট পরীক্ষার এক দিন আগে কয়েক জন পরীক্ষার্থীকে পটনা এবং রাঁচীতে লার্ন প্লে স্কুল অ্যান্ড বয়েজ হস্টেলে নিয়ে এসে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন এবং উত্তরপত্র বিলি করেন সঞ্জীব ও তাঁর গ্যাং।
আরও পড়ুন: ‘সংবিধানের প্রতি ভালবাসা… অধিকার নেই’, জরুরি অবস্থার ৫০তম বর্ষপূর্তিতে কংগ্রেসকে কটাক্ষ মোদীর