পাইকারি বাজারে মূদ্রাস্ফীতি দ্বিগুন হল একমাসে, পৌঁছল ২৩ মাসের মধ্যে সবচেয়ে উঁচুতে। জুনে যা ছিল ১.৬২ শতাংশ, জুলাইতে তা বেড়ে হল ৩.৫৫ শতাংশ। পাইকারি মূল্য সূচক অনুযায়ী জুলাই মাসের এই রিপোর্ট প্রকাশিত হয়েছে মঙ্গলবার।
পাইকারি বাজারে খাদ্য পণ্যের মূদ্রাস্ফীতি বেড়ে হয়েছে ১১.৮২ শতাংশ, জুনে তা ছিল ৮.১৮ শতাংশ। এই যাবতীয় বৃদ্ধিই এক বছরের হিসেবে। সেই অনুযায়ী আলুর দাম বেড়েছে ৫৯ শতাংশ, সবজি ২৮ শতাংশ, চিনি ৩২ শতাংশ ও দানা শস্য ৩৬ শাতংশ।
অর্থনীতিবিদ্দের মতে, সেপ্টেম্বরে নতুন ফসল বাজারে আসার আগে পর্যন্ত মূদ্রাস্ফীতি কমার সম্ভাবনা নেই।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।