১৫ আগস্ট কেন ভারতের স্বাধীনতা দিবস?

0

‘ফ্রিডম অ্যাট মিডনাইট’-এর একটা উদ্ধৃতি থেকে জানা যায় মাউন্টব্যাটেন বলেছিলেন, একটা দিন ঠিক করতে হত। আর সেটা খুব দ্রুত। আগস্ট-সেপ্টেম্বরের মধ্যেই একটা দিন ঠিক করতে হবে। কিন্তু ঠিক কোন দিনটা সেটা তখনও ভাবা হয়নি। অবশেষে ঠিক করেন ১৫ আগস্ট তারিখটাকে। কারণ এই দিনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপান মিত্র শক্তির কাছে আত্মসমর্পন করেছিল। আর এটা ছিল সেই ঘটনার দ্বিতীয় বর্ষ পূর্তি। তিনি বলেন, ১৯৪৫ সালের ওই দিনই জাপানের সম্রাট হিরোহিতো রেডিওতে একটা বক্তৃতা দিয়েছিলেন। তাতেই মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণের কথা জানিয়েছিলেন হিরোহিত। মাউন্টব্যাটেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের সঙ্গে বসে শুনেছিলেন ওই ঘোষণা। সেই দিনটির কথা মনে ছিল মাউন্টব্যাটেনের। তাই ওই দিনটিকেই তিনি বেছে নেন। day of independence2 ভারত পাকিস্তান দু’টি দেশই এক দিনে স্বাধীন হয়েছিল। তার প্রমাণ মেলে পাকিস্তানের প্রথম স্মারক ডাকটিকিটে। তা ছাড়াও দেশের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি জিন্নাহও বলেন, ১৫ আগস্ট স্বাধীন এবং সার্বভৌম পাকিস্তানের স্বাধীনতা দিবস। কিন্তু রমজান মাসের ২৭ তারিখের রাতকে মুসলমানরা পবিত্র রাত হিসেবে মানে। আর ১৯৪৭ সালের ১৪ আগস্টের রাতই ছিল এই পবিত্র রমজানের ২৭-এর রাত। তাই ১৫-র বদলে ১৪ আগস্টকে তারা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। সৌজন্যে : ইন্ডিয়ান এক্সপ্রেস  ]]>

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.