‘আত্মসমর্পণ করব কেন?’ প্রশ্ন ভাগলপুর হিংসায় মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের

0

ওয়েবডেস্ক: গত সপ্তাহে ভাগলপুরে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। তবুও তিনি আত্মসমর্পণ করবেন না। তাঁর অবাক প্রশ্ন, “আমি কেন আত্মসমর্পণ করব?”

তিনি বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিত সারস্বত। সোমবার সকালে এএনআইকে তিনি বলেন, “আমি তো এখানেই রয়েছি, পালিয়ে তো যাচ্ছি না। আদালত যা আমায় করতে বলবে আমি করব। পুলিশ যদি আমায় ধরতে আসে আমি সহযোগিতা করব। তার আগে আগাম জামিনের আর্জি জানিয়ে রাখব।”

তবে তিনি আগেভাগে আত্মসমর্পণ করবেন না বলে জানিয়েছেন। এ দিকে তাঁর ছেলে কোনো দোষ করেননি বলে জানান অশ্বিনী চৌবে। এফআইআরকে একটা ময়লার টুকরোর সঙ্গেও তুলনা করেন তিনি।

সরকারের ওপরে নীতীশ কুমারের কোনো নিয়ন্ত্রণ নেই বলে জানান বিহার বিধানসভার বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, “বিহার সরকার এখন নাগপুর (আরএসএসের সদর) চালায়। এর থেকেই বোঝা যায় নীতীশ এখন কত দুর্বল মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন।”

উল্লেখ্য, গত ১৭ মার্চ ভাগলপুরের নাথনগর এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে। ভারতীয় নববর্ষ জাগরণ সমিতির পক্ষ থেকে ‘হিন্দু নববর্ষের’ শোভাযাত্রা বের করা হয়।  প্রায় পনেরোটি মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে এই শোভাযাত্রা যায়। পুলিশের দাবি, ওই শোভাযাত্রা থেকে মাঝেমধ্যেই সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্য করা হয়েছে। ওই শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন অরিজিত।

বিজ্ঞাপন