cbse students protests

নয়াদিল্লি: দোষ করেছে সিবিএসই, তার জন্য আমরা কেন ভুগব! এই প্রশ্নে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল সিবিএসই-এর সদর দফতর।

বৃহস্পতিবার জন্তর-মন্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছিল পরীক্ষার্থীরা। শুক্রবার জায়গা বদল করে তাঁরা চলে আসেন সিবিএসই-এর সদর দফতরের সামনে। এএনআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, “সিবিএসই-এর ভুলের খেসারত দিচ্ছি আমরা।”

বিক্ষোভরত এক পড়ুয়া বলেন, “সিবিএসই দোষ করেছে। তারা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া আটকাতে পারিনি। আমরা কেন ভুগব?” উল্লেখ্য গত সোমবার দ্বাদশ শ্রেণির অর্থনীতি এবং বুধবার দশম শ্রেণির অঙ্ক প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এই দু’টি পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে ঘোষণা করেছে সিবিএসই।

এ দিকে এই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে নিজেদের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। প্রশ্ন ফাঁসে হাত থাকার সন্দেহে ঝাড়খণ্ড থেকে ছ’জন পড়ুয়াকে আটক করা হয়েছে। এর পাশাপাশি এখনও পর্যন্ত ৩৪ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ, যার মধ্যে একটি বেসরকারি স্কুলের এক অর্থনীতি শিক্ষকও রয়েছেন।

দিল্লি পুলিশের দাবি, এখনও পর্যন্ত যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশই কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত। বৃহস্পতিবার দিল্লির রাজেন্দ্র নগরের এক কোচিং সেন্টারের শিক্ষককে আটক করেছে পুলিশ।

অন্য দিকে সিবিএসই জানিয়ে দিয়েছে, আগামী সোমবার নতুন পরীক্ষার দিন ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here