নয়াদিল্লি : ভিডিও পোস্টের পর এবার অনশনের পথে হাঁটলেন যজ্ঞপ্রতাপ সিং। শনিবার যজ্ঞপ্রতাপের স্ত্রী রিচা সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ন্যায়ের জন্য লড়ছেন তাঁর স্বামী। জওয়ান অনশন করছেন। এতে যদি তাঁর স্বামীর কোনো কিছু হয়ে যায় তা হলে সম্পূর্ণ দায়ী থাকবে সেনা আধিকারিকরা। রিচার দাবি, যজ্ঞের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে। তিনি অর্থাৎ যজ্ঞ অন্য একটি ফোন থেকে ফোন করে এ কথা জানিয়েছেন তাঁকে। তখনই জানিয়েছেন ফোন কেড়ে নেওয়ার ঘটনাটিও। যদিও সেনা তরফে বলা হয়েছে, যজ্ঞ কোনো রকম অনশন করেননি। তিনি শুধু এক বারের খাবার খাননি।
রিচার বক্তব্য, স্বামীর মোবাইল কেড়ে নিয়েছেন তাঁরা। কারণ, তাঁদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ মুছে ফেলতে চাইছেন আধিকারিকরা। জওয়ানরা দেশের কাজ করেন। কোনো উচ্চপদস্থ সেনা আধিকারিকের বাড়ির কাজ করার কথা জওয়ানদের নয়। কিন্তু তাঁদের দিয়ে বাচ্চা স্কুলে পাঠানো থেকে পোষা কুকুরকে স্নান করানো এমন কি বাথরুম পরিষ্কার করার মতো কাজও করানো হয়েছে। এই সব কিছুর প্রমাণ ছিল ওই মোবাইলে। এই সব কিছুর বিরুদ্ধে ন্যায় বিচার দাবি করেন রিচা। যজ্ঞপ্রতাপ জানান, এই সবই ২০১৬ সালের জুন মাসের ঘটনা। এই বিষয়ে জানানো হলে, প্রধানমন্ত্রীর দফতর থেকে ব্রিগেডে চিঠি আসে। এর পরিপ্রেক্ষিতে তাঁর ওপর অত্যাচার করা হয়। এতে তিনি খুবই ভেঙে পড়েন। অন্য যে কেউ এই ঘটনার পর আত্মহত্যা করত বা বদলা নেওয়ার চেষ্টা করত।