mobile

ওয়েবডেস্ক: ১০-এর বদলে এ বার ১১ সংখ্যার মোবাইল নম্বর চালু করার কথা ভাবছে টেলিকম রেগুলেটরি অথোরিটি অব ইন্ডিয়া (ট্রাই)। দেশে টেলিযোগাযোগের চাহিদা এবং প্রয়োজন যে ভাবে বেড়ে চলেছে, সেই চাহিদা পূরণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ট্রাই জানাচ্ছে, বর্তমানে সারা দেশে যে ১০ সংখ্যার মোবাইল নম্বর চালু রয়েছে তাতে আর ২১০ কোটি নতুন মোবাইল দেওয়া সম্ভব হবে যাদের নম্বর ৬,৭,৮ বা ৯ থেকে শুরু হবে। কিন্তু দেশে টেলিযোগাযোগের চাহিদা যে হারে বাড়ছে তাতে ২০৫০ সালের মধ্যে আরও প্রায় ২৬০ কোটি নতুন নম্বরের দরকার পড়তে চলেছে।

আরও পড়ুন পুজোর আগে খুশির খবর, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে সিলমোহর রাজ্য মন্ত্রিসভার

সেই প্রয়োজন পূরণের লক্ষ্যেই ১০ সংখ্যার পরিবর্তে ১১ সংখ্যার মোবাইল নম্বর চালু করার কথা ভাবছে ট্রাই। ১১ সংখ্যার নতুন নম্বর চালু হলে তা হলে বর্তমান মোবাইল ব্যবহারকারীদের মোবাইল নম্বর বদলে যাবে? সেই নিয়ে অবশ্য পরিষ্কার করে কিছু জানায়নি ট্রাই।

উল্লেখ্য, টেলিযোগাযোগের চাহিদা পূরণের লক্ষ্যে এর আগে দু’বার সংখ্যার পরিবর্তন ঘটানো হয়েছে, প্রথমে ১৯৯৩-এ ও পরে ২০০৩ সালে। এ বার সম্ভবত তিন নম্বর পরিবর্তনটি আসতে চলেছে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন