ওয়েবডেস্ক: দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে রবিবার এনডিএ-তে থাকা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডি(ইউ)। এ দিনের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, সর্বভারতীয় স্তরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে জেডি(ইউ)।
নীতীশ-সহ দলের প্রায় সমস্ত উচ্চনেতৃত্বের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়, শুধুমাত্র বিহারে জোটবদ্ধ ভাবে বিজেপির সরকার পরিচালিত হলেও রাজ্যের বাইরে আর কোথাও বিজেপির সঙ্গে সম্পর্ক রাখবে না জেডি(ইউ)। এমনকী জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং দিল্লির আসন্ন বিধানসভা ভোটেও পৃথক ভাবে লড়াই করবে তারা।
নীতীশ এ দিন সংবাদ মাধ্যমের কাছে স্পষ্ট করেই জানান, ২০২০ বিহার বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে তাঁদের জোট অব্যাহত থাকছে।
এ ব্যাপারে দলের মুখপাত্র কে সি ত্যাগী বলেন, “আমরা সদ্যগঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও অংশ নিইনি। বিজেপি সভাপতি অমিত শাহ একাধিক বার নীতীশ কুমারের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন। কিন্তু আমরা কোনো ভাবেই তাঁর আবেদনে সাড়া দিইনি”।
প্রসঙ্গত, এ বারের কেন্দ্রীয় মন্ত্রিসভায় দু’টি মন্ত্রকের দাবি জানিয়েছিল এনডিএ শরিক জেডি(ইউ)। কিন্তু বিজেপি তাদের একটি মাত্র মন্ত্রিত্ব ছাড়তে রাজি হয়। যে কারণে মন্ত্রিসভায় না-থাকার সিদ্ধান্ত নেন নীতীশ।