নয়াদিল্লি: বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিল করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণাকে বিজেপি থেকে বিরোধীরা সবাই স্বাগত জানিয়েছে। কংগ্রেস এটাকে দেশের কৃষকদের জন্য প্রত্যাশিত একটি জয় বলে অভিহিত করেছে।
শুক্রবার সকালে গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “হয়তো আমাদের তপস্যায় কিছুর অভাব ছিল, যে কারণে আমরা কিছু কৃষককে আইন সম্পর্কে বোঝাতে পারিনি। তাই আমরা তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি”।
হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ প্রথম এই সিদ্ধান্তের প্রশংসা করেন। তিনি টুইটারে লেখেন, “সমস্ত কৃষক সংগঠনের উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং অবিলম্বে ধরনা তুলে নিয়ে বাড়িতে ফিরে নিজেদের নিয়মিত কাজ শুরু করা উচিত”।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজের একটা পুরনো ভিডিও রিপোস্ট করেছেন। ১৪ জানুয়ারি টুইটারে পোস্ট করা ওই ভিডিয়োয় তিনি বলেছিলেন, “আমার কথা মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার কৃষক-বিরোধী এই আইন প্রত্যাহার করবেই”।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লেখেন, “আজ প্রকাশ দিবসে কী দারুণ খবর পেলাম! তিনটি আইনই বাতিল করা হয়েছে। সাতশোর বেশি কৃষক শহিদ হন। তাঁরা অমর হয়ে থাকবেন। আগামী প্রজন্ম মনে রাখবে কী ভাবে এ দেশের কৃষকরা কৃষি ও কৃষককে বাঁচাতে জীবন বাজি রেখেছিলেন। আমি আমার দেশের কৃষকদের প্রণাম জানাই”।
আরও পড়তে পারেন
পিছু হঠলেন নরেন্দ্র মোদী, প্রত্যাহার করলেন বিতর্কিত তিন কৃষি আইন
কংগ্রেসে যাওয়া সম্ভব নয়, এ বার বরুণ গান্ধী তৃণমূলে?
আবারও বাঘের মুখ থেকে এক মৎস্যজীবীকে বাঁচিয়ে আনলেন দুই সঙ্গী
৪৬ বছর বয়সে যমজ সন্তানের মা হলেন প্রীতি জিন্টা, পুত্র-কন্যার নাম কী রাখলেন অভিনেত্রী
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।