ওয়েবডেস্ক: জমি বিবাদের জেরে বিক্ষোভকারী এক মহিলার বুকে লাথি মারার অভিযোগ উঠল তেলঙ্গানার এক গ্রামপ্রধানের বিরুদ্ধে। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হতেই হইচই শুরু হয়ে গিয়েছে।
ভিডিওয়ে দেখা যাচ্ছে, তেলঙ্গানার ধরপল্লী গ্রামের প্রধান টিআরএসের আই গোপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন ওই মহিলা। সেই বিক্ষোভের মধ্যে প্রধানকে চটি মারতেও উদ্দত হন তিনি। এর প্রত্যুত্তরে গোপি ওই মহিলার বুকে লাথি মেরে দেন।
পুলিশ ইতিমধ্যেই গোপির বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা শুরু করেছে। মহিলার বিরুদ্ধে পালটা অভিযোগ গোপিও করেছেন, যার ফলে ওই মহিলার বিরুদ্ধেও মামলা শুরু করেছে পুলিশ।
পুলিশে যে অভিযোগ মহিলা করেছেন সেখানে তিনি বলেছেন, প্রথমে ৩৩ লক্ষ টাকায় গোপি একটি জমি মহিলাকে বিক্রি করার কথা বললেও পড়ে ৫০ লক্ষ টাকা চেয়ে বসেন। সেই টাকা দেওয়ার পরেও এখনও পর্যন্ত গোপি জমি হস্তান্তর করেনি বলে অভিযোগ।
এরই প্রতিবাদ করার জন্য বাড়ির লোকেদের নিয়ে গোপির বাড়িতে গিয়েছিলেন ওই মহিলা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।