molestation girl uttar pradesh

ঝাঁসি: ফের নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতেই নড়েচড়ে বসে পুলিশ। অভিযুক্ত তিনজনের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১২ জুলাই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই দিন কাছের একটি জমিতে নিজের মায়ের কাছে খাবার পৌঁছে দিতে যাচ্ছিল ওই নাবালিকা। পথে এক বন্ধু তার বাইকে তাকে লিফট দেয়। একটি জঙ্গলের মধ্যে দিয়ে বাইকটি যাওয়ার সময়ে তাদের পথ আটকায় তিনজনের একটি দল। সেই দলে নাবালকও ছিল।

আরও পড়ুন গণপিটুনি রুখতে প্রয়োজনে আইন আনা হবে, লোকসভায় বললেন রাজনাথ

যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, সেখানে দেখা যায় নির্যাতিতাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে মূল অভিযুক্ত। বারবার অভিযুক্তদের কাছে নির্যাতিতা কাতর আর্তি করে জানাচ্ছে ভিডিও না করার জন্য। এই ভিডিওটা ছড়িয়ে পড়তে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তে নামে পুলিশ।

ঝাঁসির পুলিশ সুপার কুলদীপ নারায়ণ বলেন, “ভিডিওটা ছড়িয়ে পড়তেই আমরা নিজের থেকে তদন্তে নামি।” এর পরে সোমবার রাতে ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অন্য দু’জন অভিযুক্ত এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here