ঘটনাটির ব্যাপারে বিবরণ দিতে গিয়ে ওই মহিলা বলেন, “সেদিন আমার জন্মদিন ছিল। উনি আমাকে তাঁর কেবিনে ডেকেছিলেন। আমাকে উপহার দেওয়ার জন্য ক্রেডিট কার্ড বের করেছিলেন। উনি আমাকে বসতে বলেন, কিন্তু আমি বসতে চাইনি। এরপর বাকি সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন আর আমার শাড়ি ধরে তাঁর কাছে টেনে নেন।”
মহিলা অভিযোগ করেন শাড়ি ধরে টানার সময়ে তাঁর সঙ্গে রাত কাটানোর প্রস্তাবও দেন ওই ব্যক্তি। এরপর হোটেল থেকে বেরোনোর সময়ে নিজের গাড়িতেও তাঁকে টেনে নেওয়ার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি।
মহিলা জানান, এইচআর বিভাগে এই ব্যাপারে অভিযোগ করা হলেও হোটেল কর্তৃপক্ষ ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এরপর তাঁর স্বামীর পরামর্শে দিল্লির বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
]]>
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।