নয়াদিল্লি: নারীকে শক্তির রূপ হিসেবেই দেখা হয় ভারতে। দেশের ভিতরে হোক বা বাইরে, শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে এই নারীশক্তি উপযুক্ত জবাব দিয়ে চলেছে। সাম্প্রতিক অতীতে ভারতীয় সশস্ত্র বাহিনীতে মহিলাদের সংখ্যা দ্রুত বেড়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে বাহিনীতে তাঁদের ভূমিকা বাড়াতে বিভিন্ন প্রচেষ্টাও করছে সরকার।
সম্প্রতি মহিলা আধিকারিকদের ভারতীয় সেনাবাহিনীর ১০টি বিভাগে স্থায়ী কমিশন দেওয়া হয়েছে। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে চারজন নারী আধিকারিককে কমিশন দেওয়া হয়েছে। ক্যাপ্টেন তানিয়া শেরগিল ২০২০ সালের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে পুরুষ সৈন্যদের একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন।
শতাংশের হিসেবে সবচেয়ে বেশি নৌবাহিনীতে
সরকারের তথ্য অনুযায়ী, ভারতীয় সেনায় ৬ হাজার ৮০৭ জনের বেশি মহিলা যুক্ত রয়েছেন। বায়ুসেনায় তাঁদের সংখ্যা ১ হাজার ৬০৭। ভারতীয় সেনাবাহিনীতে পুরুষ এবং মহিলা আধিকারিকদের অনুপাতের নিরিখে সব থেকে বেশি সংখ্যক নারী যুক্ত রয়েছেন নৌবাহিনীতে। নৌবাহিনীর মোট শক্তির প্রায় ৬.৫ শতাংশ মহিলা।
সব মিলিয়ে দেশের তিনটি সেনাবাহিনীতে প্রায় ৯ হাজার ১১৮ জন মহিলা রয়েছেন। সরকারি হিসেবে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ভারতের তিনটি সেনাবাহিনীতে নারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে সশস্ত্র বাহিনীতে মহিলাদের অংশগ্রহণ
ভারতীয় সেনাবাহিনী – মহিলাদের সংখ্যা ৬ হাজার ৮০৭। মোট শক্তির নিরিখে ০.৫৬ শতাংশ।
ভারতীয় বায়ুসেনা – মহিলাদের সংখ্যা ১ হাজার ৬০৭। মোট শক্তির নিরিখে ১.০৮ শতাংশ।
ভারতীয় নৌসেনা – মহিলাদের সংখ্যা ৭০৪। মোট শক্তির নিরিখে ৬.৫ শতাংশ।
উল্লেখ্য, ন্যাশনাল কাউন্সিল ফর সোশ্যাল স্টাডিজের মতে, ২০১৫ সালে সেনাবাহিনীতে মহিলাদের সংখ্যা ছিল প্রায় ৫৩ হাজার। যা সেনাবাহিনীর মোট শক্তির পাঁচ শতাংশ। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের মতে, পাকিস্তান সেনাবাহিনীতে মাত্র ৩ হাজার ৪০০ মহিলা রয়েছেন, তাঁরা প্রত্যেকেই মেডিক্যাল বা ডেস্কের কাজ করছেন।
আধা সেনায় মহিলাদের সংখ্যা
সিআরপিএফ- ৫ হাজার ৯২৮
সিআইএসএফ-৫ হাজার ৮৯৬
বিএসএফ- ২ হাজার ৬৪০
এসএসবি- ১ হাজার ১৬৬
আইটিবিপি- ১ হাজার ৯১
আরও পড়তে পারেন:
“নৌসেনার পুরুষ আধিকারিকদের সমকক্ষ মহিলারাও”, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
সেনাবাহিনীর কম্যান্ড পোস্টে নিয়োগ করা যাবে মহিলাদেরও, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।