ভারত দীর্ঘদিন ধরে রাজনীতি, কূটনীতি, খেলাধুলা এবং বিজ্ঞানের মতো ক্ষেত্রে মহিলাদের উচ্চপদে নিয়োগের প্রচলন চালিয়ে আসছে। ভারতীয় মহিলা রাষ্ট্রদূতরা দক্ষতার সঙ্গে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি ও ভারতের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের অভিজ্ঞতা ও কূটনৈতিক দক্ষতা ভারতের বৈদেশিক সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে।
স্বাতী বিজয় কুলকর্ণী বর্তমানে আলজেরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত। তিনি নাগপুরের সরকারি মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। আলজেরিয়ায় নিয়োগের আগে তিনি আটলান্টায় ভারতের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
বাণী রাও, একজন অভিজ্ঞ কূটনীতিক, বর্তমানে ইতালিতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২০ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত তিনি বিদেশমন্ত্রকের আমেরিকা বিভাগ পরিচালনা করেন, যা যুক্তরাষ্ট্র, কানাডা এবং কোয়াড সম্পর্কিত বিষয় দেখভাল করত।
নীতা ভূষণ বর্তমানে নিউজিল্যান্ডে ভারতের হাই কমিশনার। ১৯৯৪ সালে তিনি ভারতীয় পররাষ্ট্র পরিষেবায় যোগ দেন। তিনি জাপান, বাংলাদেশ, জার্মানি, সংযুক্ত আরব আমিরশাহি এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে দায়িত্ব পালন করেছেন।
দেবযানী উত্তম খোবরাগাড়ে বর্তমানে তিউনিসিয়ায় ভারতের রাষ্ট্রদূত। এর আগে তিনি নিউইয়র্কে ভারতের কূটনীতিক হিসেবে কর্মরত ছিলেন।
মনিকা জৈন, বর্তমানে রোমানিয়ায় ভারতের রাষ্ট্রদূত, মলদোভার রাষ্ট্রদূত হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তিনি।
বিভিন্ন দেশে নিযুক্ত ভারতের মহিলা রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের তালিকা:
দেশ | নাম | পদ |
---|---|---|
আলজেরিয়া | স্বাতী বিজয় কুলকর্ণী | রাষ্ট্রদূত |
আর্মেনিয়া | নীলাক্ষী সাহা সিনহা | রাষ্ট্রদূত |
ইতালি | বাণী রাও | রাষ্ট্রদূত |
লাতভিয়া | নম্রতা এস কুমার | রাষ্ট্রদূত |
রোমানিয়া | মানিকা জৈন | রাষ্ট্রদূত |
তুর্কমেনিস্তান | মধুমিতা হাজারিকা ভগত | রাষ্ট্রদূত |
তিউনিসিয়া | দেবযানী উত্তম খোবরাগাড়ে | রাষ্ট্রদূত |
চিলি | অভিলাষা জোশী | রাষ্ট্রদূত |
নিউজিল্যান্ড | নীতা ভূষণ | হাই কমিশনার |
এই বিশিষ্ট মহিলা কূটনীতিকরা ভারতের বৈদেশিক নীতিকে দৃঢ় ও কার্যকর ভাবে পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।