নয়াদিল্লি: ভোটের বাজারে জোর আলোচনা। ভারতের দুই বিশ্বমানের কুস্তিগির বিনেশ ফোগত এবং বজরং পুনিয়া হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়বেন। এই আলোচনার মাঝেই লোকসভায় বিরোধীদলের নেতা রাহুল গান্ধীর সঙ্গে বুধবার সকালে দেখা করলেন তাঁরা।
তাঁদের সাক্ষাৎকারের ছবি কংগ্রেস ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করেছে।
কংগ্রেসের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, দলের সংগঠনের দায়িত্বে থাকা কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের সঙ্গেও দেখা করবেন বজরং এবং বিনেশ। এবং হরিয়ানার নির্বাচনে তাঁদের প্রার্থী হওয়ার কথা শীঘ্রই ঘোষণা করা হবে।
প্যারিস অলিম্পিক্স সেরে ফেরার পর থেকেই বিনেশ ফোগতকে কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে। প্যারিস থেকে ফেরার সময় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম তাঁকে স্বাগত গিয়েছিলেন রোহতকের কংগ্রেস এমপি দীপেন্দর সিং হুডা। দীপেন্দরের হাতে ছিল হনুমানের গদা, বিজয়ের প্রতীক। যৌন নিগ্রহের অভিযোগে বিজেপি নেতা এবং ভারতের কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিনেশ ফোগত, বজরং পুনিয়া ও অন্যান্য কুস্তিগিরের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, তাকে সমর্থন জানিয়েছিলেন দীপেন্দর হুডা।
তা ছাড়া হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গেও দেখা করেন বিনেশ। ভূপিন্দর তখন বলেছিলেন, যাঁরাই কংগ্রেসে আসতে চাইবেন, তাঁদেরই স্বাগত জানানো হবে।
সোমবার দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের শেষে এআইসিসি-তে হরিয়ানার ভারপ্রাপ্ত দীপক বাবারিয়া বলেছিলেন, ফোগত হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়ছেন কি না তা শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে। আগামী ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভার নির্বাচন।
আরও পড়ুন