Home খবর দেশ ব্যঙ্গেই ভবিষ্যদ্বাণী! যশবন্ত সিনহার ‘এক্স’ পোস্টের সঙ্গে পুরোপুরি মিলে গেল বিহার নির্বাচনের...

ব্যঙ্গেই ভবিষ্যদ্বাণী! যশবন্ত সিনহার ‘এক্স’ পোস্টের সঙ্গে পুরোপুরি মিলে গেল বিহার নির্বাচনের ফল

বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার তিন দিন আগেই ব্যঙ্গাত্মক এক্স পোস্টে এনডিএ-র বিপুল জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন যশবন্ত সিনহা। ফল প্রকাশের পর সত্যি হল তাঁর মন্তব্যই।

বিহার বিধানসভা নির্বাচনের ফল নিয়ে যশবন্ত সিনহা (ডান দিকে) যেমনটি বলেছিলেন, তেমনটিই ঘটল। ছবি 'X' থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার তিন দিন আগে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিনহার এক ব্যঙ্গাত্মক পোস্ট এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। ১১ নভেম্বর নিজের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া সেই পোস্টে সিনহা দাবি করেছিলেন, সব এক্সিট পোল ভুল এবং তাঁর ‘সমীক্ষা’ অনুযায়ী এনডিএ কমপক্ষে ২০০ আসনে জিতবে।

সিনহার ব্যঙ্গধর্মী মন্তব্য ছিল — “বিহার বিধানসভা নির্বাচনের সব বুথফেরত সমীক্ষা ভুল। আমার সমীক্ষা দেখাচ্ছে, এনডিএ কমপক্ষে ২০০ আসন জিতছে এবং মহাগঠবন্ধন সম্পূর্ণভাবে মুছে যাচ্ছে। যদি ১৪ নভেম্বর আমার ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়, তার দায় আমার নয়।”

১৪ নভেম্বর ফল ঘোষণার পর দেখা যায়, এনডিএ সত্যিই ২০০-র বেশি আসন পেয়ে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং মহাগঠবন্ধনের ভরাডুবি হয়েছে। ২৪৩ সদস্যের পরিষদে যেখানে আগের নির্বাচনে মহাগঠবন্ধন শক্তিশালী অবস্থানে ছিল, এবার তারা আগের তুলনায় ৮০টির বেশি আসন হারিয়েছে।

৮৮ বছর বয়সি যশবন্ত সিনহা দীর্ঘ রাজনৈতিক জীবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে তিনি বিজেপি ছাড়েন এবং পরে মোদী সরকার ও দলের এক তীব্র সমালোচক হিসেবে পরিচিত হন। ২০২২ সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীর ভূমিকায় প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিহার নির্বাচন ফলের সঙ্গে তাঁর ব্যঙ্গাত্মক পোস্টের হুবহু মিল পাওয়ায় এখন নেটদুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা ও মস্করা—রাজনৈতিক বিশ্লেষকরা যেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস দিয়েছিলেন, সেখানে সিনহার ‘সার্ভে’ হয়ে উঠল বাস্তব ভবিষ্যদ্বাণী।

আরও পড়ুন

বিহার ভোটে NDA-র দুর্ধর্ষ জয়, শাসকের পুনরুত্থান–বিরোধীরা ছন্দহীন; কারা জিতল, কারা হারল

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version