cm yogi adityanath

ওয়েবডেস্ক: আগামী কুম্ভমেলার আগেই উত্তরপ্রদেশের এলাহাবাদের নাম বদল করতে পারে যোগী আদিত্যনাথ সরকার। আপাতত স্থির হয়েছে, এলাহাবাদের নাম পরিবর্তন করে তা রাখা হবে প্রয়াগরাজ। গত বছরের শেষ দিক থেকেই এই নাম বদলে জোর দেওয়া হলেও সরকারি ভাবে কয়েক কদম এগোল রাজ্য সরকার।

জানা গিয়েছে, গঙ্গা-যমুনা ও সরস্বতী নদীর মিলনক্ষেত্র এই স্থানটি প্রতি ১২ বছর অন্তর কুম্ভমেলার স্নানের জন্য বিখ্যাত হওয়ায় প্রয়াগরাজ নামের উপর জোর দিচ্ছে সরকার।

রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য সংবাদ সংস্থা এএনআই-কে জানান, অতীতে এই স্থানটি প্রয়াগরাজ নামেই খ্যাত ছিল। যে কারণে পুরনো নামেই ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে সরকার।

সংবাদ মাধ্যম মারফত জানা গিয়েছে, আগামী কুম্ভমেলার জন্য তৈরি প্রচারের ব্যানারেও এলাহাবাদের পরিবর্তে স্থানটিকে প্রয়াগরাজ হিসাবেই চিহ্নিত করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here