ভোপাল: মধ্যপ্রদেশে প্রথমবার কার্যকর হলো ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইন। ভোপালের বোর্ড অফিস সিগন্যালে ভিক্ষা করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৯৭৩ সালে চালু হওয়া এই আইন অনুযায়ী, ভিক্ষা করা আইনত অপরাধ এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
মধ্যপ্রদেশ পুলিশের ডেপুটি কমিশনার (জোন ২) সঞ্জয় আগরওয়াল জানান, এমপি নগর থানায় এক ব্যক্তি অভিযোগ করেন যে, এক যুবক সিগন্যালে দাঁড়িয়ে গাড়িগুলোর কাছে ভিক্ষা চাইছিলেন। অভিযোগকারী যুবককে ভিক্ষার কারণ জানতে চেয়ে অন্য কোনো কাজে রোজগার করার পরামর্শ দেন। তবে, যুবক জানান, তিনি ভিক্ষা ছাড়া আর কিছু করতে জানেন না এবং এভাবেই তার জীবিকা নির্বাহ করেন। এরপর অভিযোগকারী থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইনের অধীনে মামলা রুজু করা হয়।
ডেপুটি কমিশনার সঞ্জয় আগরওয়াল বলেন, “পুলিশ ভিক্ষাবৃত্তি প্রতিরোধে তৎপর। অনেক সময় অভিযোগ আসে, কেউ কেউ সিগন্যালে দাঁড়িয়ে ভিক্ষা করেন, যাঁদের দেখে ভিক্ষুক বলে মনে হয় না। এই ধরনের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
১৯৭৩ সালে মধ্যপ্রদেশে চালু হওয়া এই আইন অনুযায়ী, ভিক্ষা করার অপরাধে ধৃত ব্যক্তিকে উপযুক্ত কাজের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তার ও তার উপর নির্ভরশীলদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
তবে, এই আইন প্রয়োগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।