Homeখবরদেশনিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনে লুটপাটের অভিযোগ ইউটিউবার কানিকার, তদন্তে রেল

নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনে লুটপাটের অভিযোগ ইউটিউবার কানিকার, তদন্তে রেল

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

নিউ জলপাইগুড়ি: ট্রেনযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠল ইউটিউবার কানিকা দেবরানির সাম্প্রতিক অভিজ্ঞতার পর। এক চাঞ্চল্যকর ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেছেন, নিউ জলপাইগুড়ি জংশন (NJP) স্টেশনে ব্রহ্মপুত্র মেল ট্রেনে যাত্রার সময় তাঁকে এবং তাঁর সহযাত্রীদের ড্রাগ খাইয়ে লুটপাট করা হয়েছে।

ঘটনার বিস্তারিত জানিয়ে কানিকা জানান, 2AC কামরায় যাত্রা করছিলেন তিনি। তাঁর কথায়, ‘‘ফার্স্ট ক্লাস এসি টিকিট না পেয়ে আমি 2nd AC-তে টিকিট কাটি নিউ দিল্লি থেকে গৌহাটি পর্যন্ত। ভেবেছিলাম, সুরক্ষিতই থাকব। ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়েছিল। তখন আমি ঘুমাচ্ছিলাম। ফোনটি বালিশের নিচে রেখে চার্জে দিয়েছিলাম।’’

তিনি আরও বলেন, ‘‘একজন অপরিচিত ব্যক্তি, যার কাছে কোনও টিকিট ছিল না, সেই কামরায় ঢোকে। হাঁটতে হাঁটতে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে। ওই ব্যক্তি আমার ঠিক উপরের বার্থে থাকা যাত্রীর সঙ্গেও কথাবার্তা বলে। মনে হয়, সে তখনই আমার ওপর কিছু স্প্রে করেছিল, কারণ আমি কিছু বুঝতেই পারিনি।’’

কানিকার দাবি, ‘‘কেউ আমার বার্থে এসে ফোন নিয়ে চলে যায়। প্রথম প্রশ্ন, কীভাবে রেলের কর্মীরা একজন অপরিচিত, টিকিটবিহীন ব্যক্তিকে কামরার ভিতরে ঢুকতে দিলেন? আমি জানি না, ওই লোক কে ছিল।’’

ঘটনায় শুধু কানিকার ফোন নয়, তাঁর এক সহযাত্রীর ফোনও একইভাবে খোয়া যায় বলে অভিযোগ। কানিকা বলেন, ‘‘আমি তখন ঘুমোচ্ছিলাম। হঠাৎই আশপাশের লোকজনের চেঁচামিচিতে ঘুম ভাঙে। তখনই বুঝি, ফোন নেই।’’

ঘটনার পর আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, যখন কানিকার মা ফোন পান তাঁর হারানো নম্বর থেকে। কানিকার অভিযোগ, ‘‘একজন ব্যক্তি নিজেকে আরপিএফ অফিসার বলে পরিচয় দিয়ে আমার মায়ের সঙ্গে ফোনে কথা বলেন এবং ফোনের পাসওয়ার্ড জানতে চান।’’

ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন কানিকা। তাঁর দাবি, পুলিশও সাহায্য করতে অস্বীকার করে।

ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে কানিকা লেখেন, “ট্র্যাভেল সেফ।” পরে মন্তব্য করে জানান, “আমি সুরক্ষিত আছি, এবং টুইটও করেছি এই ঘটনার বিষয়ে। আপনাদের চিন্তার জন্য ধন্যবাদ।”

নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মুখপাত্র কপিন্জল কিশোর শর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “তদন্ত শুরু হয়েছে। কানিকা বর্তমানে গৌহাটিতে আছেন। আরপিএফ তাঁর অভিযোগ নথিভুক্ত করেছে। মোবাইল খোঁজার জন্য CEIR পোর্টালের সাহায্য নেওয়া হচ্ছে। অপরাধীদের ধরার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

তবে খবর অনলাইন কানিকার অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। অনেকেই IRCTC এবং রেলমন্ত্রককে ট্যাগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কেউ লিখেছেন, “এভাবে টিকিট ছাড়া লোক কামরায় ঢুকতে পারছে! মহিলাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে।”

আরও পড়ুন:অ্যান্ড্রয়েডে এবার চুরি ঠেকাতে গুগলের নতুন তিন সিকিউরিটি ফিচার! ফোন হাতছাড়া হলেই সঙ্গে সঙ্গে লক

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রকাশ্যে এল ককপিট কথোপকথন। পাইলটদের মধ্যে জ্বালানি বন্ধ নিয়ে উত্তপ্ত প্রশ্নোত্তর। তদন্ত রিপোর্টে নেই পাখির ধাক্কার প্রমাণ।

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।