Home খবর দেশ সোনমার্গে বছরভর যোগাযোগ, ৬.৫ কিমি দীর্ঘ জেড-মোর টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোনমার্গে বছরভর যোগাযোগ, ৬.৫ কিমি দীর্ঘ জেড-মোর টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলায় সোনমার্গ পর্যটন কেন্দ্রের বছরভর যোগাযোগ স্থাপনকারী ৬.৫ কিমি দীর্ঘ জেড-মোর টানেলের উদ্বোধন করলেন।

সকাল ১০.৪৫ নাগাদ প্রধানমন্ত্রী শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করে সোনমার্গ পৌঁছান। অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ উপস্থিত ছিলেন। রবিবার কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি শ্রীনগরে পৌঁছেছিলেন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে পর্যালোচনার জন্য।

₹২,৭০০ কোটিরও বেশি ব্যয়ে নির্মিত এই টানেলটি গান্ডারবালের গাগানগির এবং সোনমার্গের মধ্যে সংযোগ স্থাপন করে। ৮,৬৫০ ফুট উচ্চতায় অবস্থিত জেড-মোর টানেলে ৭.৫ মিটার চওড়া একটি জরুরি অবস্থায় ব্যবহারের জন্য পথ রয়েছে। এটি কেবলমাত্র জম্মু ও কাশ্মীরের পর্যটনকেই নয়, প্রতিরক্ষা ক্ষেত্রে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে।

জম্মু ও কাশ্মীরের সেপ্টেম্বর-অক্টোবর বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার প্রধানমন্ত্রী মোদী রাজ্যে গেলেন। টানেলের উদ্বোধনকালে তিনি নির্মাণকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

২০১৫ সালের মে মাসে শুরু হওয়া এই প্রকল্প ২০২৪ সালে সম্পূর্ণ হয় এবং ফেব্রুয়ারি ২০২৪-এ এর সফট ওপেনিং হয়। টানেলটি বর্তমানে সম্পূর্ণরূপে ব্যবহারযোগ্য।

জোজিলা টানেল প্রকল্পের পাশাপাশি জেড-মোর টানেল বালতাল এবং লাদাখ অঞ্চলে বারোমাসি যোগাযোগ বজায় রাখতে সাহায্য করবে। এই প্রকল্পের বাস্তবায়নকারী জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) জানিয়েছে, এই টানেল জম্মু ও কাশ্মীরের বাণিজ্য এবং পর্যটনে এক নতুন সম্ভাবনার সূচনা করবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version