সংরক্ষণ নীতির বদল নয়, পাঁচ রাজ্যে ভোটের আগে ঘোষণা প্রধানমন্ত্রীর

0

খবর অনলাইন: যতই তাঁর তাত্ত্বিক অভিভাবক সংগঠন আরএসএস সংরক্ষণ নীতির বদল দাবি করুক, ভোট যে বড় বালাই। তাই পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন কোনও রকম বদল হচ্ছে না সংরক্ষণ নীতির। বিরোধীদের এক হাত নিয়ে তিনি বলেন, বিরোধীরা এ ব্যাপারে তাঁর সরকারের বিরুদ্ধে ‘মিথ্যা’ প্রচার করছে। তাঁর সরকার স্কুলে, কলেজে এবং চাকরির ক্ষেত্রে সংরক্ষণ নীতির কোনও পরিবর্তন চায় না।

এর আগে আরএসএস দাবি করেছিল, প্রকৃত অর্থে ‘প্রান্তিক’ মানুষরা যাতে সংরক্ষণ নীতির সুবিধা পায় সে ব্যাপারে সরকারকে নজর দিতে হবে। বিহার ভোটের থেকে শিক্ষা নিয়ে মোদী পাঁচ রাজ্যে ভোটের আগে আরএসএসের দাবিকে এক পাশে সরিয়ে রেখে সংরক্ষণ নীতি অপরিবর্তিত থাকবে বলে জানিয়ে দিলেন।

modi-2

সোমবার দিল্লিতে ডঃ অম্বেদকর স্মৃতি বক্তৃতায় তিনি দেশের সংবিধানের রূপকারের সঙ্গে বর্ণবৈষম্য বিরোধী নেতা মার্টিন লুথার কিং-এর সঙ্গে তুলনা করেন।

তিনি বলেন, “বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখনও বিরোধীরা এ ভাবে মিথ্যা প্রচার করেছিল যে সংরক্ষণ তুলে দেওয়া হবে।”

ছবি: পিআইবি-র সৌজন্যে

 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন