খবর অনলাইন : সাত হাজার কোটি টাকার ঋণখেলাপি হিসাবে বিজয় মাল্যকে নিয়ে মিডিয়া তোলপাড়। ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেডের (সিআইবিআইএল) দেওয়া তথ্য অনুযায়ী ভারতে এ রকম ৫,২৭৫ জন বিজয় মাল্য আছেন যাঁরা শোধ দেওয়ার ক্ষমতা থাকলেও ব্যাঙ্ক থেকে টাকা ঋণ নিয়ে শোধ দেননি। সব মিলিয়ে তাদের খেলাপি টাকার অঙ্ক ৫৬,৫২১ কোটি। সিআইবিআইএল সংস্থাটি ব্যাঙ্কগুলিই তৈরি করে ঋণখেলাপিদের তথ্য সংগ্রহ করার জন্য।
গত ১৩ বছরের এই ‘ইচ্ছাকৃত খেলাপি’দের সংখ্যাটা বেড়েছে প্রায় ন’গুণ। এ বছর কেন্দ্রীয় বাজেটে কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য ৩৫,৯৮৪ কোটি টাকা বরাদ্দ করেছে। শোধ না দেওয়া টাকার অঙ্কটা তার চেয়ে দেড় গুণ বেশি।
ব্যাঙ্ক ‘ইচ্ছাকৃত খেলাপি’ হিসাবে চিহ্নিত করে সেই ব্যক্তিদের যাঁদের টাকা দেওয়ার সামর্থ থাকা সত্ত্বেও ঋণ শোধ করেন না। যেমনটি হলেন বিজয় মাল্য।
সিআইবিআইএল প্রকাশিত ‘ইচ্ছাকৃত খেলাপি’ তালিকা দেখে নিন
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।