শ্রমিক ধর্মঘটে অচল ফ্রান্স, স্তব্ধ ট্রেন, বিমান, বন্দর

0

খবর অনলাইন: ফ্রান্স উত্তাল! ফ্রান্স অশান্ত। শ্রমিক অসন্তোষের জেরে ফ্রান্সে অচলাবস্থা। ধর্মঘটে জেরবার বহু শিল্পসংস্থা। চলছে সেতু-সড়ক-রেল অবরোধ। ফ্রান্সের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন লাগানো হচ্ছে। টায়ার পুড়িয়ে দেখানো হচ্ছে বিক্ষোভ। তবু নিজেদের অবস্থানে এখনও অটল ফরাসি সরকার।

শ্রমিক ধর্মঘটে পুরোপুরি অচল ফ্রান্সের সবক’টি তেল শোধনাগার, বন্দর, পরমাণুবিদ্যুৎ কেন্দ্র ও পরিবহণ ব্যবস্থা। নরম্যান্ডিতে, ফ্রান্সের পরমাণু সাবমেরিন ঘাঁটিতেও চলছে শ্রমিক বিক্ষোভ। কার্যত ভেঙে পড়ার মুখে বিমান চলাচল। মুখ থুবড়ে পড়ার মুখে ট্রেন চলাচলও। সে দেশের সরকার যে নতুন  শ্রম আইন চালু করেছে, তারই প্রতিবাদে দেশের সবক’টি শ্রমিক সংগঠন জোট বেঁধে নেমেছে ধর্মঘটে। দেশের সবক’টি গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি।

এই বিপর্যয়ের মুখে নিজেদের অবস্থান থেকে এক চুলও সরে আসতে রাজি হয়নি ফরাসি সরকার। সে দেশের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস্‌ বলেছেন, “যা-ই ঘটুক না কেন, আমরা যে নতুন শ্রম আইন বানিয়েছি, তা থেকে পিছিয়ে আসছি না। তবে ওই আইনে সামান্য রদবদল ঘটানো হতে পারে।”

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.